টোকিয়ো অলিম্পিক্স থেকে সরে দাঁড়ালেন সিমোনা বাইলস। ছবি - টুইটার
চলতি টোকিয়ো অলিম্পিক্সে ফের অঘটন। সম্ভবত ডান পায়ের চোটে কাবু হয়ে আর্টিস্টিক জিমন্যাসটিক্সের দলগত ফাইনাল থেকে নাম তুলে নিলেন সিমোনা বাইলস। যদিও তাঁর প্রশিক্ষকের মতে বাইলস নাকি মানসিক সমস্যায় ভুগছিলেন। ২০১৬ সালের রিয়ো অলিম্পিক্সের সোনাজয়ী অ্যাথলিটের সরে দাঁড়ানোর ব্যাপারে তাঁর দেশের তরফ থেকে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
এই বিষয়ে উঠে আসছে একাধিক মতামত। শোনা যাচ্ছে মঙ্গলবার প্রথম ভল্ট দেওয়ার সময় ডান পায়ে চোট পেয়েছিলেন গত অলিম্পিক্সে চারটি সোনা ও একটি ব্রোঞ্জ জয়ী আমেরিকার এই অ্যাথলিট। তবে অন্য দিকে তাঁর প্রশিক্ষককে উদ্ধৃত করে আমেরিকার সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, ‘চোট-আঘাত নয়, বরং বাইলস মানসিক সমস্যায় ভুগছিলেন।’