Today’s Sports Events

বুধবার ইডেনে ভারতের ম্যাচের প্রস্তুতির খবর, থাকছে অস্ট্রেলিয়ান ওপেন, আর কী কী

ভারত এবং ইংল্যান্ড কলকাতায় চলে এসেছে। বুধবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে অনুশীলন শুরু করে দিয়েছে। রঞ্জিতে দ্বিতীয় পর্বে তারকা ক্রিকেটারেরা খেলবেন। তাঁদের প্রস্তুতির দিকেও চোখ থাকবে। এ ছাড়া রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন, বিদেশি ফুটবলের ম্যাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ০৬:২৪
Share:

—ফাইল চিত্র।

ভারত এবং ইংল্যান্ড দল ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছে। বুধবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে দুই দলই অনুশীলন শুরু করে দিয়েছে। রঞ্জিতে দ্বিতীয় পর্বে তারকা ক্রিকেটারেরা খেলবেন। তাঁদের প্রস্তুতির খবরের দিকেও চোখ থাকবে। এ ছাড়া রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন, বিদেশি ফুটবলের ম্যাচ।

Advertisement

বুধবার ইডেনে ম্যাচ, ভারতীয় দলের খবর

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরি‌জ়‌ শুরু হচ্ছে বুধবার। ভারত এবং ইংল্যান্ড দুই দলই চলে এসেছে কলকাতা। প্রস্তুতিও চলছে জোরকদমে। কেমন অনুশীলন করছে ভারত? থাকছে ভারতীয় দলের সব খবর।

Advertisement

রঞ্জিতে খেলবেন তারকারা, রোহিত, জাডেজা, ঋষভ, যশস্বীদের প্রস্তুতির সব খবর

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

রঞ্জির দ্বিতীয় পর্বে খেলতে নামবেন রোহিত শর্মা, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, যশস্বী জয়সওয়ালের মতো প্রথম সারির ক্রিকেটারেরা। সকলেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাঁদের অনুশীলনের খবরের দিকে চোখ থাকবে।

অস্ট্রেলিয়ান ওপেনে নামবেন সিনার এবং শিয়নটেক

সোমবার অস্ট্রেলিয়ান ওপেনে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে। সকাল সাড়ে ৮টায় শীর্ষ বাছাই ইয়ানিক সিনার খেলবেন হোলগার রুনের সঙ্গে। এ ছাড়া অষ্টম বাছাই অ্যালেক্স ডি মিনরের খেলা হয়েছে। মেয়েদের বিভাগে দু’নম্বর ইগা শিয়নটেকও খেলতে নামবেন দুপুর দেড়টা থেকে। সব ম্যাচ সোনি নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে।

বিদেশি ফুটবলে খেলবে চেলসি, ভিয়ারিয়েল

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি রয়েছে পাঁচ নম্বর। সোমবার রাত দেড়টা থেকে উলভ্সের সঙ্গে খেলবে তারা। জিতলে চারে উঠে আসার সুযোগ। এ ছাড়া স্পেনের লা লিগায় ভিয়ারিয়েল বনাম মায়োরকার ম্যাচও রয়েছে রাত দেড়টা থেকে। চেলসির ম্যাচ স্টার স্পোর্টস এবং লা লিগার ম্যাচ gxr.world ওয়েবসাইটে দেখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement