Today’s Sports Events

রোহিতহীন সিডনি টেস্টে প্রথম দিনই নাটক, দ্বিতীয় দিন কী অপেক্ষা করছে? সারা দিনে আর কী কী

রোহিতহীন পঞ্চম টেস্টে প্রথম দিনই শেষ হয়ে গিয়েছে ভারতের ইনিংস। আজ দ্বিতীয় দিনের খেলা। আইএসএলে ওড়িশা-গোয়া, জামশেদপুর-বেঙ্গালুরু ম্যাচ। রয়েছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট এবং ইংলিশ প্রিমিয়ার লিগের সাতটি ম্যাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ০৬:২৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

রোহিত শর্মা-হীন পঞ্চম টেস্টে প্রথম দিনই শেষ হয়ে গিয়েছে ভারতের ইনিংস। ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ। একেবারে শেষ বেলায় তাঁর সঙ্গে ঝামেলা লেগেছিল স্যাম কনস্টাসের। আজ দ্বিতীয় দিনের খেলা।

Advertisement

আইএসএলে আজ জোড়া ম্যাচ। প্রথম ছ’য়ে থাকা চার দলের জমজমাট লড়াই। বিকেলে প্রথম ম্যাচে মুখোমুখি ওড়িশা ও গোয়া। সন্ধ্যার ম্যাচে লড়াই জামশেদপুর ও বেঙ্গালুরুর। রয়েছে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট এবং ইংলিশ প্রিমিয়ার লিগের সাতটি ম্যাচ।

সিডনি টেস্টের প্রথম দিন শেষ ওভারে নাটক, দ্বিতীয় দিন কী হবে?

Advertisement

পঞ্চম টেস্টে প্রথম দিনই শেষ হয়ে গিয়েছে ভারতের ইনিংস। রোহিত শর্মা-হীন ভারতীয় দলকে সিডনিতে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ। বিরাট কোহলিরা ১৮৫ রানে শেষ হয়ে গিয়েছেন। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটে ৯ রান তুলেছে। উত্তাপ ছড়িয়েছে সিডনিতে। শেষ ওভারে স্যাম কনস্টাসের সঙ্গে ঝামেলা হয় বুমরাহের। তার পরেই আউট হয়ে যান উসমান খোয়াজা। আজ দ্বিতীয় দিনের খেলা শুরু ভোর ৫টায়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

আইএসএলে আজ জমজমাট জোড়া ম্যাচ, সুনীলের বেঙ্গালুরু ও আরও তিন দলের খেলা

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আইএসএলে আজ জোড়া ম্যাচ। প্রথম ছ’য়ে থাকা চার দলের জমজমাট লড়াই। বিকেলে প্রথম ম্যাচে মুখোমুখি ওড়িশা ও গোয়া। ১২ ম্যাচে ২২ পয়েন্ট গোয়ার। ওড়িশা ১৩ ম্যাচ খেলে ২০ পয়েন্টে রয়েছে। ভুবনেশ্বরে খেলা শুরু বিকেল ৫টা থেকে। সন্ধ্যার ম্যাচে লড়াই জামশেদপুর ও বেঙ্গালুরুর। সুনীল ছেত্রীর বেঙ্গালুরু ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে মোহনবাগানের পরেই দ্বিতীয় স্থানে। এই ম্যাচে জিতলে সুনীলেরা বাগানের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে ২-এ নামিয়ে আনবেন। জামশেদপুরের ১২ ম্যাচে ২১ পয়েন্ট। জামশেদপুরে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা

ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্টের মতোই একই দিনে শুরু হয়েছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট। দু’ম্যাচের সিরিজ়ে প্রথম টেস্টে জিতেছে দক্ষিণ আফ্রিকা। চলছে দ্বিতীয় টেস্ট। আজ দ্বিতীয় দিনের খেলা। দুপুর ২টো থেকে খেলা শুরু। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

ইংলিশ প্রিমিয়ার লিগে সাত ম্যাচ, খেলবে চেলসি, সিটি, আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ সাতটি ম্যাচ। খেলবে চেলসি, ম্যাঞ্চেস্টার সিটি, আর্সেনাল। চেলসির সামনে ক্রিস্টাল প্যালেস। খেলা রাত ৮:৩০ থেকে। একই সময়ে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটির খেলা। তাদের খেলতে হবে ওয়েস্ট হ্যামের সঙ্গে। রাত ১১টা থেকে রয়েছে আর্সেনাল-ব্রাইটন খেলা। এ ছাড়াও রয়েছে টটেনহ্যাম-নিউক্যাসল (সন্ধ্যা ৬টা), বোর্নমাউথ-এভার্টন (রাত ৮:৩০), অ্যাস্টন ভিলা-লিস্টার সিটি (রাত ৮:৩০), সাদাম্পটন-ব্রেন্টফোর্ড (রাত ৮:৩০) ম্যাচ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement