North Bengal University

স্নাতকোত্তর পরীক্ষা কবে, ধন্দ কলেজে

যদিও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ২০ জানুয়ারি থেকে স্নাতকোত্তর পর্বে প্রথম এবং তৃতীয় সিমেস্টারের পরীক্ষা শুরু হবে।

Advertisement

সৌমিত্র কুন্ডু

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ০৯:২৯
Share:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্বের পরীক্ষা কবে শুরু, তা নিয়ে ধন্দে শিক্ষক, পড়ুয়াদের একাংশ। বিশেষ করে পাহাড়ের কলেজগুলিতে যেখানে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা হয়। সেখানকার পড়ুয়াদের একাংশের কাছে এখনও পরীক্ষার কোনও নোটিস বিশ্ববিদ্যালয়ের তরফে মেলেনি বলে দাবি। পরীক্ষায় বসতে পড়ুয়াদের ফর্ম পূরণও হয়নি। তার নোটিসও মেলেনি।

Advertisement

যদিও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ২০ জানুয়ারি থেকে স্নাতকোত্তর পর্বে প্রথম এবং তৃতীয় সিমেস্টারের পরীক্ষা শুরু হবে। পাহাড়ের কলেজগুলিতে শীতের ছুটি থাকলেও তার মধ্যে স্নাতকোত্তর স্তরে পড়ুয়ারা পরীক্ষা দেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামক গত ৩১ ডিসেম্বর অবসর নিয়েছেন। জয়েন্ট রেজিস্ট্রার স্বপন রক্ষিত বলেন, ‘‘২০ জানুয়ারি থেকে স্নাতকোত্তর স্তরে পরীক্ষা শুরুর সংশোধিত নোটিস ডিসেম্বরের শেষেই করা হয়েছে। সব কলেজেই পরীক্ষা সমূহের নিয়ামকের দফতর থেকে তা জানানোর কথা।’’

কার্শিয়াং কলেজের অধ্যক্ষ সমীর বল বলেন, ‘‘পরীক্ষা শুরু নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে ই-মেলে কোনও নোটিস এখনও পাইনি।’’ দার্জিলিং হিল‌্‌স বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুজাতা রানি রাই বলেন, ‘‘স্নাতকোত্তরের পরীক্ষা কবে শুরু হবে সে বিষয়ে আমিও কোনও নোটিস পাইনি। বিশ্ববিদ্যালয়ে খোঁজ নেব।’’ পাহাড়ে সাউথফিল্ড কলেজে ভূগোল এবং ইতিহাস স্নাতকোত্তর পড়ানো হয়। সেন্ট যোসেফ কলেজে ইংরেজি এবং কালিম্পং কলেজে নেপালি, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পড়ানো হয়।

Advertisement

কলেজগুলির একাংশ সূত্রের খবর, প্রথমে ৭ জানুয়ারি থেকে পরীক্ষার কথা বলা হয়েছিল। পরে তা বাতিল করা হয়। একই ভাবে ফর্ম পূরণের দিন জানানো হয়েছিল। পরে ২৪ ডিসেম্বর তা বাতিল করা হয়। শিলিগুড়ির সূর্যসেন কলেজ, শিলিগুড়ি কলেজের তরফে দাবি করা হয়েছে তারা ২০ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর নোটিস পেয়েছেন। তবে ফর্ম পূরণের নোটিস হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement