Congress

কেজরীকে আক্রমণ ছেড়ে গ্যারান্টির প্রচারে কংগ্রেস

রবিবার সকালে কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে অরবিন্দ কেজরীওয়ালকে ‘দেশবিরোধী’ প্রমাণ করবে বলে দাবি করেছিল। কিন্তু শেষ বেলায় সেই সাংবাদিক সম্মেলন স্থগিত রাখা হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ০৯:৩০
Share:

— প্রতীকী চিত্র।

বিরোধী জোটের দায়বদ্ধতা? না কি বিরোধী জোটের মধ্যে একঘরে হয়ে পড়ার ভয়?

Advertisement

রবিবার সকালে কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে অরবিন্দ কেজরীওয়ালকে ‘দেশবিরোধী’ প্রমাণ করবে বলে দাবি করেছিল। কিন্তু শেষ বেলায় সেই সাংবাদিক সম্মেলন স্থগিত রাখা হল। দিল্লির বিধানসভা ভোটে শুধুমাত্র কেজরীওয়ালকে নিশানা করার নেতিবাচক নীতি থেকে সরে এসে কংগ্রেস এখন নিজে সরকারে এলে কী করবে, তা নিয়ে প্রচার শুরু করতে চাইছে। সোমবার থেকে কংগ্রেস ধাপে ধাপে দিল্লির জন্য একের পর এক ‘গ্যারান্টি’ ঘোষণা করবে।

গত সপ্তাহে দিল্লির কংগ্রেস নেতা অজয় মাকেন ও প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব সাংবাদিক সম্মেলন করে কেজরীওয়ালকে নিশানা করেছিলেন। তখনই তাঁকে ‘ফর্জীওয়াল’ ও ‘দেশবিরোধী’ বলে আক্রমণ করেছিলেন কংগ্রেসের কোষাধ্যক্ষ মাকেন। এর পরেই আম আদমি পার্টি হুঁশিয়ারি দিয়েছিল, কংগ্রেস ক্ষমা না চাইলে তারা বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’ থেকে কংগ্রেসকে বার করে দেওয়ার জন্য সকলের সঙ্গে কথা বলবে। দিল্লির বিধানসভা ভোটে কংগ্রেস বিজেপিকে মদত করছে বলেও আপ নেতারা অভিযোগ তোলেন। কংগ্রেস নেতারা ক্ষমা তো চাননি। উল্টে শনিবার মাকেন বলেছিলেন, কেজরীওয়াল যে দেশবিরোধী, তা প্রমাণ করতে রবিবার তিনি বিভিন্ন নথি প্রকাশ্যে আনবেন। কিন্তু রবিবার সকালে সেই সাংবাদিক সম্মেলন স্থগিত করে দেওয়া হয়। দিল্লির প্রদেশ কংগ্রেস নেতাদের দাবি, আরও কিছু নথি জোগাড় করার কাজ চলছে। কংগ্রেস সূত্রের অবশ্য বক্তব্য, দলের শীর্ষ স্তর থেকেই দিল্লির নেতাদের বাধা দেওয়া হয়েছে। কারণ লোকসভা নির্বাচনেই কংগ্রেস ও আপ-এর মধ্যে রফা হয়েছিল। বিধানসভা নির্বাচনে আসন রফা না হলেও মাত্র কয়েক মাস আগের নির্বাচনের শরিককে দেশবিরোধী বলে তকমা দেওয়াটা ভুল রাজনৈতিক পদক্ষেপ বলে কংগ্রেসের অনেক নেতা মনে করছেন। কারণ সে ক্ষেত্রে কংগ্রেসই লোকসভা ভোটে দেশবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছিল বলে অভিযোগ উঠবে।

Advertisement

আম আদমি পার্টির বিরুদ্ধে নেতিবাচক প্রচারের নীতি থেকে সরে কংগ্রেস সোমবার থেকে দিল্লির মানুষের জন্য একের পর এক গ্যারান্টি ঘোষণা করার নীতি নিচ্ছে। মহিলাদের জন্য মাসিক নগদ অনুদানের মতো একের পর এক গ্যারান্টি ঘোষণা করা হবে। দিল্লির বাইরের কংগ্রেস নেতারা এ জন্য দিল্লিতে আসবেন। সোমবার যেমন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার সাংবাদিক সম্মেলন করবেন। মহিলাদের অনুদানের পাশাপাশি কংগ্রেসের গ্যারান্টিতে স্বাস্থ্য বিমা, গরিবদের জন্য অভিনব রেশনের ব্যবস্থার মতো প্রতিশ্রুতি থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement