৩০০তম টেস্ট উইকেট হল সাউদির। ছবি এএফপি
কেন উইলিয়ামসনের সাহসী সিদ্ধান্ত নিউজিল্যান্ডের সামনে জয়ের রাস্তা খুলে দিল। বুধবার শেষ দিন কিউইদের জেতার জন্য দরকার ৭ উইকেট।
প্রথম ইনিংসে ১৯২ রানে এগিয়ে থেকে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৮০ রান তুলে সমাপ্তি ঘোষণা করে। পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭৩ রানের। চতুর্থ দিনের শেষে তারা ৩ উইকেটে ৭১ রান তুলেছে।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে শুরুটা ভাল করেন টম লাথাম ও টম ব্লান্ডেল। লাথাম ৫৩ রান করেন। ব্লান্ডেল ৬৪ রান করেন। প্রথম উইকেটে ১১১ রান উঠে যায়। এই জুটি ভাঙেন মহম্মদ আব্বাস। এরপর দ্রুত রান তোলার লক্ষ্যে নিউজিল্যান্ড পরপর উইকেট হারায়। লাথাম, উইলিয়ামসন (২১), হেনরি নিকোলস (১১), বি জে ওয়াটলিং (৫) রান পাননি। পাকিস্তানের নাসিম শাহ ৩ উইকেট নেন।
আরও খবর: মেলবোর্নে রাহানেদের ১১ জনের নতুন কীর্তি
আরও খবর: মুস্তাক আলি ট্রফিতে অধিনায়ক অভিমন্যুই, ঘোষণা ২২ জনের দল
রান তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতেই বিপদে পড়ে। পরপর দুই ওভারে ফিরে যান দুই ওপেনার শান মাসুদ ও আবিদ আলি। দুজনের কেউই কোনও রান করতে পারেননি। হ্যারিস সোহেলও (৯) বেশিক্ষণ স্থায়ী হননি। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ২টি এবং ট্রেন্ট বোল্ট ১টি উইকেট নেন। টেস্টে ৩০০ উইকেট হল সাউদির।