ডিং লিরেনের সঙ্গে ড্র ডি গুকেশের। ছবি: পিটিআই।
দাবার বিশ্বচ্যাম্পিয়নশিপে সপ্তম ম্যাচও ড্র করলেন ডি গুকেশ এবং ডিং লিরেন। সপ্তম রাউন্ড শেষে তাঁদের দু’জনেরই পয়েন্ট ৩.৫। মঙ্গলবার সিঙ্গাপুরে জয়ের সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন গুকেশ। যা নিয়ে ম্যাচ শেষে আফসোস করতে শোনা গেল তাঁকে।
ষষ্ঠ রাউন্ডে ৪৬ চালের পর ড্রয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দুই দাবাড়ু। সপ্তম রাউন্ডে খেলা চলল ৭২ চাল পর্যন্ত। তার পর গুকেশ এবং লিরেন ড্রয়ের সিদ্ধান্ত নেন। ম্যাচ শেষে গুকেশ বলেন, “আমি সুযোগ নষ্ট করেছি। একটু হতাশ লাগছে। তবে ম্যাচের শুরুর দিকে লিরেনও সুযোগ নষ্ট করেছে। তাই ফল ঠিকই আছে। দ্বিতীয় পর্বে কঠিন লড়াই।” চাপের মুখে ভাল খেলতে পারেননি লিরেন। তিনি বলেন, “গুকেশের খেলার ধরন আমাকে ভুল খেলতে বাধ্য করে। সুযোগ পেলেও কাজে লাগাতে পারিনি।”
বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাধারণত ১৪ রাউন্ডের ক্লাসিক্যাল খেলা হয়। জিততে গেলে অন্তত ৭.৫ পয়েন্ট পেতে হবে। যদি ১৪ রাউন্ডের আগেই কেউ ৭.৫ পয়েন্ট পেয়ে যান তা হলে সেখানেই খেলা শেষ হয়ে যাবে। আর ১৪ রাউন্ডের পর দুই প্রতিযোগীই যদি ৭ পয়েন্ট করে পান তা হলে টাইব্রেকার শুরু হবে। সেখানে র্যাপিড ও ব্লিৎজ় খেলা হবে। আপাতত দুই প্রতিযোগীই ৩.৫ পয়েন্ট করে পেয়েছেন। আরও অন্তত সাতটি রাউন্ড বাকি।