উর্বিল পটেল। —ফাইল চিত্র।
ছ’দিনের ব্যবধানে দু’টি শতরান। সেটাও আবার টি-টোয়েন্টি ক্রিকেটে। কিন্তু আইপিএলে তাঁর কোনও দল নেই। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে করা শতরানগুলি আর কিছু দিন আগে করলে হয়তো দল পেয়ে যেতেন উর্বিল পটেল। কিন্তু ভারতের দ্রুততম শতরানের মালিক এখন ফর্মে থাকলেও আইপিএলের কোনও দলে নেই।
উত্তরাখণ্ডের বিরুদ্ধে ৩৬ বলে শতরান করেন উর্বিল। ১৩.১ ওভারে ম্যাচ জিতে নেয় গুজরাত। এর আগে ত্রিপুরার বিরুদ্ধে ২৮ বলে শতরান করেছিলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে উর্বিলই প্রথম ক্রিকেটার যিনি ৪০ বলের কম খেলে দু’টি শতরান করেছেন।
উত্তরাখণ্ডের বিরুদ্ধে ১৮৩ রানের লক্ষ্য ছিল গুজরাতের সামনে। ওপেনার উর্বিল ৪১ বলে ১১৫ রান করেন। তাঁর দাপটেই সহজে ম্যাচ জিতে নেয় গুজরাত। তাঁর ৪১ বলের ইনিংসে রয়েছে ১১টি ছক্কা এবং আটটি চার। উত্তরাখণ্ডের বোলারদের দাঁড়াতেই দেননি উর্বিল।
আগের ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে ৩৫ বলে ১১৩ রান করেছিলেন উর্বিল। সেই ম্যাচে ১৫৬ রান তাড়া করছিল গুজরাত। ১২টি ছক্কা এবং সাতটি চার মারেন উর্বিল। ১০.২ ওভারে জয়ের রান তুলে নেয় গুজরাত। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম শতরানটি সেই ম্যাচে করেছিলেন উর্বিল। ভেঙে দিয়েছিলেন ঋষভ পন্থের রেকর্ড। যিনি আইপিএলের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন।