Australian Open 2025

সেমিফাইনাল থেকে বিদায় জোকোভিচের, চোটের কারণে ম্যাচ ছাড়তে বাধ্য হলেন

চোটের কারণে অ্যালেক্সান্ডার জ়েরেভের বিরুদ্ধে পুরো ম্যাচ খেলা সম্ভব হল না জোকোভিচের পক্ষে। ফলে প্রথম সেটের পরেই ম্যাচ ছেড়ে দিলেন জোকোভিচ। প্রথম সেটে তিনি ৭-৬ (৭-৫) ব্যবধানে হেরে গিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১০:৪৩
Share:

নোভাক জোকোভিচ। ছবি: রয়টার্স।

২৫তম গ্র্যান্ড স্ল্যামের জন্য অপেক্ষা বাড়ল নোভাক জোকোভিচের। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে সরে দাঁড়ালেন তিনি। চোটের কারণে অ্যালেক্সান্ডার জ়েরেভের বিরুদ্ধে পুরো ম্যাচ খেলা সম্ভব হল না তাঁর পক্ষে। ফলে প্রথম সেটের পরেই ম্যাচ ছেড়ে দিলেন জোকোভিচ। প্রথম সেটে তিনি ৭-৬ (৭-৫) ব্যবধানে হেরে গিয়েছিলেন।

Advertisement

শুক্রবার প্রথম সেটটি চলে এক ঘণ্টা ২১ মিনিট ধরে। টাইব্রেকারে গিয়ে হার মানেন জোকোভিচ। তার পরেই ম্যাচ ছেড়ে দেন। সেই সঙ্গে প্রথম বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন জ়েরেভ। হাত নাড়তে নাড়তে দর্শকদের বিদায় জানিয়ে কোর্ট ছাড়েন জোকোভিচ।

৩৭ বছরের জোকোভিচ যে পুরোপুরি সুস্থ নন, তা এ বারের অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকেই বোঝা গিয়েছিল। তাঁকে কখনও দেখা গিয়েছিল ইনহেলার নিতে, কখনও কোর্টেই শুশ্রূষার ব্যবস্থা করতে হয়েছিল। কিন্তু তখন ম্যাচ ছাড়তে হয়নি। শ্বাসকষ্ট নিয়ে খেলেও ম্যাচ জিতেছিলেন। তবে শুক্রবার পারলেন না। বাধ্য হলেন ম্যাচ ছাড়তে।

Advertisement

১০ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন জোকোভিচ। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। কিন্তু জোকোভিচ এখন দু’টি ম্যাচের মাঝে সুস্থ হতে বেশি সময় নিচ্ছেন। সেমিফাইনালে খেলতে নামার আগে যা নিয়ে চিন্তা ছিল তাঁর। সেই সঙ্গে চোট রয়েছে কুঁচকিতে। জোকোভিচ তাই বলেছিলেন, “২০২৩ সালেও আমার এই চোট ছিল। আমি একটা করে দিন ভেবে এগোতে চাই। এখন দ্রুত সুস্থ হওয়াই আমার লক্ষ্য। চিন্তা রয়েছে। শারীরিক অবস্থা নিয়ে সত্যিই চিন্তা রয়েছে। কিন্তু যদি আমি শারীরিক ভাবে ঠিক থাকি, তা হলে মানসিক ভাবেও ঠিক থাকব।”

কোয়ার্টার ফাইনালে জোকোভিচকে খেলতে হয়েছিল কার্লোস আলকারাজ়ের বিরুদ্ধে। সেই ম্যাচ গড়িয়েছিল চার সেটে। প্রথম সেট হেরে গিয়েও পর পর তিনটি সেট জিতে নিয়েছিলেন জোকোভিচ। পিছিয়ে পড়েও কী ভাবে ফিরে আসতে হয়, তা ভালই জানেন তিনি। কিন্তু শুক্রবার পিছিয়ে পড়ার শরীর সঙ্গ দিল না তাঁর। ফলে আর ফিরে আসা হল না। জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য তাই অপেক্ষা আরও বাড়ল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement