ভরসা: জয়ের লক্ষ্যে পিলকিংটনের দিকে তাকিয়ে দল। ফাইল চিত্র
জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগে লাল-হলুদ সমর্থকদের সঙ্গে কোচ রবি ফাওলার একই বিন্দুতে দাঁড়িয়ে। দু’তরফেই আতঙ্ক বাড়ছে বিপক্ষের স্ট্রাইকার নেরিউচ ভাল্সকিস ও রেফারিং নিয়ে!
আইএসএলের তৃতীয় ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে নিশ্চিত পেনাল্টি দেননি রেফারি সন্তোষ কুমার। সেই ক্ষোভ তো ছিলই, তার উপরে উদ্বেগ বাড়িয়েছে ভাল্সকিসের দুরন্ত ফর্ম। এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে জোড়া গোল করেছেন জামশেদপুরের স্ট্রাইকার। চার ম্যাচে পাঁচ গোল হয়ে গিয়েছে ভাল্সকিসের।
আরও পড়ুন: আইপিএল মাঠের বাইরেও হারাল করোনাকে, গুগলে সবথেকে বেশি আগ্রহ
চোটের কারণে বৃহস্পতিবারের ম্যাচেও খেলতে পারবেন না রক্ষণের প্রধান ভরসা ড্যানি ফক্স। আর এক বিদেশি অ্যারন জোশুয়া আমাদি পুরোদমে অনুশীলন শুরু করায় আশা করা গিয়েছিল, জামশেদপুরের বিরুদ্ধে রক্ষণে তিনি খেলতে পারেন। কিন্তু ফাওলার বুধবার জানিয়ে দিয়েছেন, ফক্সের মতো অ্যারনেরও খেলার সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে ভাল্সকিসকে আটকানোর রণনীতি কী? লাল-হলুদ কোচ ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বুধবার বললেন, ‘‘ভাল্সকিসের মতো দুরন্ত ফর্মে থাকা স্ট্রাইকারকে আটকানো সহজ নয়। তবুও আমরা চেষ্টা করব। আমাদের কিছু পরিকল্পনাও রয়েছে।’’ বিপক্ষের স্ট্রাইকার না রেফারি, বৃহস্পতিবারের ম্যাচে কাকে নিয়ে বেশি চিন্তিত? ফাওলারের কথায়, ‘‘একাধিক বার রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হয়েছি আমরা। এই কারণেই ভার প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তার কথা বলেছিলাম। আমি মনে করি, ধারাবাহিক ভাবে রেফারিংয়ের মান ভাল হওয়া উচিত।’’
আরও পড়ুন: মোহনবাগানকে হারিয়ে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ জিতল তপন মেমোরিয়াল, জ্বলে উঠলেন শাহবাজ
অভিষেকের আইএসএলে তিন ম্যাচে সাত গোল খেয়েছে এসসি ইস্টবেঙ্গল। একটিও গোল করতে পারেনি। লিগ টেবলের সব দলের শেষে অ্যান্টনি পিলকিংটনরা। পয়েন্ট শূন্য। চূড়ান্ত ব্যর্থ দুই স্ট্রাইকার বলবন্ত সিংহ ও জেজে লালপেখলুয়া। স্ট্রাইকারদের ছন্দে ফেরাতে মরিয়া লাল-হলুদ কোচ ধবার বিকেল অনুশীলনেও বাড়তি সময় দিয়েছেন তাঁদের। দলের কারও কারও মতে, জামশেদপুরের বিরুদ্ধে শুরু থেকেই জেজেকে খেলানো উচিত ফাওলারের। তাতে ছবি ছবিটা বদলায়। এসসি ইস্টবেঙ্গলের কোচ যদিও স্ট্রাইকারদের পাশেই দাঁড়াচ্ছেন। বললেন, ‘‘আমরা সুযোগ তৈরি করছি। একটা গোল হলেই ছবিটা বদলে যাবে। এই অবস্থায় আমাদের দায়িত্ব ওদের আত্মবিশ্বাস বাড়ানো।’’ এর পরেই তিনি যোগ করেন, ‘‘জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামি। কোনও ম্যাচই হারতে চাই না। কিন্তু বাস্তবটাকেও মেনে নিতে হবে। সাফল্য রাতারাতি আসে না। এই কারণেই আমার বা ফুটবলারদের উপরে কোনও চাপ নেই। আমাদের প্রথমে গোল করতে হবে। কারণ পিছিয়ে পড়লে চাপ অনেক বেড়ে যায়।’’ দলের দুঃসময়ে প্রাক্তন তারকাদেরও পাশে থাকার আহ্বান জানালেন ফাওলার। বললেন, ‘‘প্রাক্তন ফুটবলারদের এখন ক্লাবের পাশে থাকা উচিত। তাতে ইতিবাচক প্রভাব পড়বে।’’