Ravichandran Ashwin

মাঁকড়ীয় আউট নিয়ে শামসি দাঁড়ালেন অশ্বিনের পাশে

বছর তিনেক আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের জস বাটলারকে মাঁকড়ীয় আউট করেছিলেন অশ্বিন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মে ২০২১ ০৪:২৬
Share:

চর্চায়: সেই বিতর্ক। বাটলারকে মাঁকড়ীয় আউট অশ্বিনের। ছবি: টুইটার

মাঁকড়ীয় আউট বিতর্কে ভারতীয় স্পিনার আর অশ্বিনের পাশে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ় শামসি।

Advertisement

বছর তিনেক আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের জস বাটলারকে মাঁকড়ীয় আউট করেছিলেন অশ্বিন। যা নিয়ে তুমুল বিতর্ক হয়। বোলার অশ্বিন বল ছাড়ার আগেই নন-স্ট্রাইকার প্রান্ত (ব্যাটসম্যানের উল্টো দিক) থেকে বেরিয়ে গিয়েছিলেন বাটলার। সতর্ক না করেই অশ্বিন নন-স্ট্রাইকার প্রান্তের বেল ফেলে দিয়ে তাঁকে মাঁকড়ীয় আউট করে দেন। এর পরে ভারতীয় অফস্পিনারের বিরুদ্ধে ‘ক্রিকেটীয় স্পিরিট’ ভঙ্গ করার অভিযোগ ওঠে। পঞ্জাব থেকে দিল্লিতে চলে যাওয়ার পরেও অশ্বিনকে নিয়ে বিতর্ক থামেনি। দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং জানিয়েছিলেন, তিনি চান না তাঁর দলের কেউ মাঁকড়ীয় আউট করুক। অশ্বিন কিন্তু বরাবরই মাঁকড়ীয় আউটের পক্ষে যুক্তি দিয়ে গিয়েছেন।

এ বার অশ্বিনের পাশে দাঁড়িয়ে টুইট করেছেন শামসি। দক্ষিণ আফ্রিকার চায়নাম্যান স্পিনার লিখেছেন, ‘‘আমি চাই সব বোলার নির্ভয়ে মাঁকড়ীয় আউট করুক। এটা নিয়মের মধ্যেই পড়ে।’’ দিন কয়েক আগে অশ্বিন টুইট করে জানিয়েছিলেন যে, বোলাররা মাঁকড়ীয় আউট করতে ভয় পান। কারণ তাঁরা জানেন সেটা করলে তাঁদের কাঠগড়ায় তোলা হবে। শামসির প্রশ্ন, ‘‘বোলারদের বিরুদ্ধে কেন ক্রিকেটীয় স্পিরিট ভঙ্গের অভিযোগ আনা হবে? যেখানে নন-স্ট্রাইকার প্রান্তে থাকা ব্যাটসম্যান বল করার আগেই চুরি করে কয়েক গজ এগিয়ে যাচ্ছে! নিয়ম তো ব্যাটসম্যানরাই ভাঙছে।’’

Advertisement

গত বছর আইপিএলের সময় থেকেই অশ্বিন দাবি তুলেছিলেন, নন-স্ট্রাইকার প্রান্তে থাকা ব্যাটসম্যানরা যদি আগেই ক্রিজ থেকে বেরিয়ে যান, তা হলে ব্যাটিং দলের যেন রান কাটা যায়। এ বার তিনি আর একটা প্রস্তাব দিয়েছেন। ভারতীয় অফস্পিনারের প্রস্তাব, ফ্রি-হিটের মতো ফ্রি-বলও চালু করা হোক এ বার থেকে। ফ্রি-বল বলতে কী বোঝাতে চাইছেন তিনি? টুইটেই জবাব দিয়েছেন অশ্বিন। লিখেছেন, ‘‘ফ্রি-হিটটা দর্শকদের খুব আকৃষ্ট করেছে। সে রকমই একটা ফ্রি-বল চালু হোক। যদি দেখা যায় ব্যাটসম্যান নন-স্ট্রাইকার প্রান্ত থেকে আগেই বেরিয়ে গিয়েছে এবং বোলার সেই বলে উইকেট নিয়েছে, তা হলে ব্যাটিং দলের স্কোর থেকে ১০ রান কেটে নেওয়া হবে।’’

অশ্বিনের প্রস্তাব নিয়ে টুইটারে এক ভক্ত বলেছিলেন, এই ভাবে স্কোর থেকে রান কাটলে পুরো ব্যাপারটা জটিল হয়ে যেতে পারে। তার চেয়ে মাঁকড়ীয় আউট করে দেওয়া ভাল। অশ্বিনের জবাব ছিল, ‘‘মাঁকড়ীয় আউট করলে বোলারদের প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ফেলা হয়। সে জন্য বোলাররা ওই আউটটা করতে চায় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement