T20 World Cup 2024

বিশ্বকাপে ভারত-আমেরিকা ম্যাচেও কি বাদ সাধবে বৃষ্টি? কী বলছে বুধবারের আবহাওয়ার পূর্বাভাস

বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান ম্যাচ দেড় ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল। বুধবার ভারত-আমেরিকা ম্যাচেও কি বৃষ্টি হতে পারে? কী বলছে নাসাউ কাউন্টির আবহাওয়া?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ১৪:৩৫
Share:

ভারত-পাকিস্তান ম্যাচে এ ভাবেই বৃষ্টির সময় ঢাকা ছিল মাঠ। ছবি: পিটিআই।

বৃষ্টিতে ভেস্তে গিয়েছে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ। যদিও খেলাটি ছিল আমেরিকার ফ্লোরিডায়। প্রায় ১১০০ কিলোমিটার দূরে নিউ ইয়র্কেও কি সেই দৃশ্যই দেখা যাবে? বৃষ্টির কারণে গত রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ দেড় ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল। বুধবার ভারত-আমেরিকা ম্যাচেও কি বৃষ্টি হতে পারে? কী বলছে নাসাউ কাউন্টির আবহাওয়া?

Advertisement

ভারতীয় সময় রাত ৮টায় শুরু খেলা। স্থানীয় সময় তখন সকাল সাড়ে ১০টা। বুধবার সকালে নাসাউ কাউন্টিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। অ্যাকুওয়েদার জানাচ্ছে, বুধবার সকাল ৮ থেকে ১০টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ। ১০টার পর ৩৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। ১১টা থেকে ১টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ১৪ শতাংশ। ১টার পর তা খানিকটা বেড়ে হবে ১৮ শতাংশ। ২টো থেকে আবার বৃষ্টি বাড়তে পারে। ২টো থেকে ৪টে পর্যন্ত ৩২ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, খেলা চলাকালীন পুরো সময়টাতেই বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে।

Advertisement

বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। সকালের দিকে তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে ঠান্ডায় সমস্যা হবে ক্রিকেটারদের। বেলা বাড়লে অবশ্য তাপমাত্রা কিছুটা বাড়বে। কিন্তু ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে তা যাবে না। ফলে খেলা হলেও ঠান্ডা পরিবেশে খেলতে হবে দু’দলকে।

মেঘ থাকায় আবহাওয়ায় আর্দ্রতা থাকবে। ফলে পিচ থেকে সুবিধা পাবেন বোলারেরা। এমনিতেই এই মাঠে বোলারেরা দাপট দেখাচ্ছেন। তার পরে আবার আবহাওয়া তাঁদের সঙ্গ দিলে ব্যাটারদের অবস্থা আরও খারাপ হতে পারে।

যদি ভারত-আমেরিকা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায় তা হলে দু’দলই পৌঁছে যাবে সুপার ৮-এ। কারণ, সে ক্ষেত্রে দু’দলেরই পয়েন্ট হবে ৫। কানাডা সর্বোচ্চ ৪ পয়েন্ট পেতে পারে। আয়ারল্যান্ডও ৪ পয়েন্টের বেশি পাবে না। পাকিস্তানও পরের ম্যাচ জিতলে ৪ পয়েন্টে পৌঁছবে। অর্থাৎ, বুধবারের ম্যাচ ভেস্তে গেলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে বাবর আজ়মদেরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement