রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। —ফাইল চিত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল এবং ফাইনালের জন্য অতিরিক্ত দিন রয়েছে। কিন্তু দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনও অতিরিক্ত দিন রাখেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত খেলবে এই দ্বিতীয় সেমিফাইনালেই। সেই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন রোহিত শর্মারা। সেমিফাইনাল যদি বৃষ্টিতে ভেস্তে যায় তা হলে কী হবে?
ভারত-ইংল্যান্ড ম্যাচ হবে গায়ানায়। বৃহস্পতিবার যদি বৃষ্টির কারণে সেখানে ম্যাচ ভেস্তে যায় তা হলে সুবিধা ভারতের। কারণ সুপার ৮-এ গ্রুপ শীর্ষে থেকে তারা সেমিফাইনালে উঠেছে। ইংল্যান্ড তাদের গ্রুপে দ্বিতীয় ছিল। সেই কারণে বাড়তি সুবিধা পাবে ভারত। খেলা ভেস্তে গেলে ফাইনালে চলে যাবেন রোহিতেরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার গায়ানায় ৮৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে মাঠে খেলা, সেখানকার নিকাশি ব্যবস্থাও খুব ভাল নয়। ম্যাচের আগে যদি ভারী বৃষ্টি হয়, তা হলে আউটফিল্ড ভিজে থাকতে পারে। সে ক্ষেত্রে খেলা শুরু হতে দেরি হবে। ম্যাচের সময় বৃষ্টি হলে তো খেলাই সম্ভব নয়। ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অতিরিক্ত দিন না থাকলেও বেশি সময় দেওয়া হবে এই ম্যাচ করানোর জন্য। আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ় এই ম্যাচের জন্য অতিরিক্ত ৪ ঘণ্টা ১০ মিনিট বরাদ্দ রেখেছে। বৃষ্টির জন্য খেলা শুরুর সময় পিছিয়ে যেতে পারে বা ওভার সংখ্যা কমানো হতে পারে। কিন্তু পরের দিন ম্যাচ আয়োজনের কোনও ব্যবস্থা নেই।
কেন এমন ব্যবস্থা? আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের ফাইনাল হবে ২৯ জুন। ফাইনালে ওঠা দু’টি দলকেই ২৮ জুন নিয়ে যাওয়া হবে ব্রিজটাউনে। অর্থাৎ ফাইনালে ওঠা দু’টি দলকে ওয়েস্ট ইন্ডিজ়ের অন্য দেশে গিয়ে ফাইনাল খেলতে হবে। তাই ২৮ জুন কোনও ম্যাচ রাখা যায়নি।