T20 World Cup 2024

টি-টোয়েন্টি বিশ্বকাপে নজির শাকিবের, কী কীর্তি গড়লেন বাংলাদেশের অলরাউন্ডার

আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইলফলক থেকে আর এক উইকেট দূরে শাকিব। তার আগে শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে একটি নজির গড়লেন প্রথম ক্রিকেটার হিসাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ২২:১৪
Share:

শাকিব আল হাসান। ছবি: এক্স (টুইটার)।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন নজির গড়লেন শাকিব আল হাসান। শনিবার ভারতের বিরুদ্ধে ম্যাচে বল হাতে কীর্তি গড়লেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। বিশ্বের প্রথম বোলার হিসাবে নজির গড়লেন ২০ ওভারের বিশ্বকাপে।

Advertisement

ভারতের বিরুদ্ধে ৩ ওভার বল ৩৭ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন শাকিব। সাধারণ ভাবে খুব ভাল বল করেছেন, তা বলা যাবে না। তবে রোহিত শর্মাকে আউট করে নজির গড়েছেন শাকিব। ভারত অধিনায়কের উইকেট টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ৫০তম। এর আগে বিশ্বের কোনও ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপে এত উইকেট পাননি। প্রথম ক্রিকেটার হিসাবে এই নজির গড়লেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার।

শাকিবের বিরুদ্ধে বেশি আগ্রাসী হতে গিয়ে এ দিন উইকেট ছুড়ে দিয়েছেন রোহিত। ১১ বলে ২৩ রান করেছেন তিনি। মেরেছেন ৩টি চার এবং ১টি ছক্কা। শাকিবকে ছয় মারতে গিয়েই আউট হন তিনি। ব্যাটে-বলে ঠিক মতো সংযোগ হয়নি। শাকিবের বলের লাইন বুঝতে পারেননি রোহিত। তাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন নজির তৈরি হয়েছে। এ দিন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ওভারেই আক্রমণে নিয়ে এসেছিলেন শাকিবকে।

Advertisement

১২৮টি টি-টোয়েন্টি ম্যাচে শাকিবের উইকেট সংখ্যা হল ১৪৯। আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইলফলক থেকে আর এক উইকেট দূরে তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে ১টি উইকেট পেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০টি উইকেট হবে শাকিবের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement