কার্লোস আলকারাজ়। —ফাইল চিত্র।
কয়েক দিন আগে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আলকারাজ়। সবচেয়ে কম বয়সে সব ধরনের কোর্টে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির গড়েছেন। তাঁরই উইম্বলডনের প্রস্তুতি ধাক্কা খেল। কুইন্স ক্লাবের প্রতিযোগিতায় আলকারাজ় হেরে গেলেন ইংল্যান্ডের জ্যাক ড্রেপারের কাছে।
প্রায় দু’বছর পর ঘাসের কোর্টে হারলেন আলকারাজ়। গত বছরের উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজ় জিতেছিলেন কুইন্স ক্লাবের প্রতিযোগিতাও। ঘাসের কোর্টে টানা ১৩ ম্যাচ জয়ের পর হারতে হল তাঁকে। অন্য দিকে অ্যান্ডি মারের পর ড্রেপার হলেন দ্বিতীয় ব্রিটিশ টেনিস খেলোয়াড় যিনি এটিপি ক্রমতালিকায় প্রথম দুইয়ের মধ্যে থাকা কারও বিরুদ্ধে জয় পেলেন। ২০১৩ সালে উইম্বলডন ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়েছিলেন মারে।
ব্রিটেনের টেনিস খেলোয়াড়দের মধ্যে এখন এক নম্বর ড্রেপার। কুইন্স ক্লাবের প্রতিযোগিতার প্রিকোয়ার্টার ফাইনালে তিনি মুখোমুখি হয়েছিলেন আলকারাজ়ের। গত বারের চ্যাম্পিয়নকে তিনি হারিয়েছেন সরাসরি সেটে। ড্রেপারের পক্ষে ম্যাচের ফল ৭-৬ (৭-৩), ৬-৩ ব্যবধানে। টানা আটটি ম্যাচ জিতে ড্রেপারের বিরুদ্ধে কোর্টে নেমেছিলেন আলকারাজ়। ড্রেপারও টানা সাতটি ম্যাচ জিতে খেলতে নেমেছিলেন। বিশ্বের দু’নম্বর আলকারাজ়কে ১ ঘণ্টা ৩৯ মিনিটের লড়াইয়ে ভুগিয়েছে মূলত সার্ভিস। প্রথম সার্ভিস এক দমই ঠিক ঠাক করতে পারেননি স্পেনের তরুণ।
বিশ্বের প্রথম সারির খেলোয়াড়দের বিরুদ্ধে এটাই প্রথম জয় নয় ড্রেপারের। ২০২২ সালে তিনি হারিয়েছিলেন বিশ্বের পাঁচ নম্বর স্টেফানো চিচিপাসকে। গত রবিবার স্টুটগার্ট ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন ড্রেপার। এটাই তাঁর প্রথম এটিপি খেতাব।