মার্নাস লাবুশেন। —ফাইল চিত্র।
টেস্ট ক্রিকেট হলে মার্নাস লাবুশেনের নাম প্রথম দিকেই লিখে ফেলেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। কিন্তু সাদা বলের ক্রিকেট হলেই লাবুশেনের নাম চলে যায় পিছনের দিকে। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটারের। তবু ২০ ওভারের বিশ্বকাপের মধ্যেই তাঁর ক্রিকেটীয় দক্ষতা নজর কেড়েছে।
জাতীয় দলে সুযোগ না পেয়ে লাবুশেন চলে গিয়েছেন ইংল্যান্ডে। সেখানে গ্ল্যামারগনের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট খেলছেন। গ্ল্যামারগন-গ্লস্টারশায়ারের ম্যাচে লাবুশেনের ক্যাচ ধরার দক্ষতা তাক লাগিয়ে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের। বেশ খানিকটা দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে এক হাতে ধরা লাবুশেনের অনবদ্য ক্যাচ সাজঘরে ফিরিয়ে দেয় গ্লস্টারশায়ারের ব্যাটার বেন চার্লসওয়ার্থকে। লাবুশেনের নেওয়া ক্যাচ সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ভাইরাল হয়েছে।
লাবুশেনের ধরা ক্যাচকে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। ক্রিকেটের ফিল্ডিং কোন পর্যায় পৌঁছে গিয়েছে তার উদাহরণ লাবুশেনের নেওয়া ক্যাচ বলে মনে করছেন তাঁরা। ম্যাচে অবশ্য লাবুশেনের গ্ল্যামারগন জিততে পারেনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ বলে জয় ছিনিয়ে নেয় গ্লস্টারশায়ার।