রোহিত শর্মা। —ফাইল চিত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল ফর্মে রয়েছেন রোহিত শর্মা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেললেন ৩৯ বলে ৫৭ রানের ইনিংস। ৬টি চার এবং ২টি ছক্কা দিয়ে সাজালেন নিজের ইনিংসটি। বৃহস্পতিবারের এই ইনিংসে জোড়া নজির গড়লেন ভারতীয় দলের অধিনায়ক।
ইংল্যান্ডের বিরুদ্ধে ২টি ছক্কা মেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি মাইলফলক স্পর্শ করলেন রোহিত। ২০ ওভারের বিশ্বকাপে তাঁর ছক্কার সংখ্যা হল ৫০টি। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ব্যাটার ক্রিস গেলের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসাবে এই কীর্তি গড়লেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে গেলের ৬৩টি ছয় রয়েছে।
এ দিন আরও একটি কীর্তি গড়েছেন রোহিত। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও নকআউট ম্যাচে অর্ধশতরান করলেন। এর আগে ভারতের কোনও অধিনায়ক ২০ ওভারের বিশ্বকাপের নকআউট ম্যাচে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলতে পারেননি।
গায়ানার ২২ গজে ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেনের বল সুইপ করে ফাইন লেগে ছক্কা মেরে অর্ধশতরান পূর্ণ করেন রোহিত। এই ছক্কাতেই এক সঙ্গে দু’টি কীর্তি গড়েছেন তিনি।