ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ছবি: পিটিআই।
বুধবার থেকে শুরু হচ্ছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে কারা খেলবেন? সবচেয়ে বড় প্রশ্ন ভারতের ওপেনিং জুটি নিয়ে। রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলি, না যশস্বী জয়সওয়ালকে দেখা যাবে? দলে কত জন স্পিনার খেলানো হবে, সেই সিদ্ধান্তও নিতে হবে রাহুল দ্রাবিড়দের।
ভারতের প্রথম একাদশ:
১) রোহিত শর্মা— দলের অধিনায়ক। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাঁর ওপেন করতে নামা পাকা।
২) বিরাট কোহলি— প্রস্তুতি ম্যাচে খেলেননি যশস্বী। এই সিদ্ধান্ত থেকেই বোঝা যাচ্ছে, যশস্বীকে ওপেনার হিসাবে ভাবছে না ম্যানেজমেন্ট। রোহিতের সঙ্গে ওপেন করতে নামবেন বিরাট।
৩) ঋষভ পন্থ— প্রস্তুতি ম্যাচে অর্ধশতরান করেছেন। ভাল ফর্মে রয়েছেন। সেই কারণে ব্যাটিং অর্ডারে উপরে নামতে দেখা যেতে পারে তাঁকে। দলের উইকেটরক্ষকের ভূমিকাতেও থাকবেন তিনি।
৪) সূর্যকুমার যাদব— আইসিসির টি-টোয়েন্টি ক্রমতালিকায় এক নম্বর ব্যাটার। বিশ্বকাপে ভারতকে ভাল করতে হলে সূর্যের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ।
৫) শিবম দুবে— তাঁকে নেওয়া হয়েছে মাঝের ওভারে বড় শট খেলার জন্য। পাশাপাশি প্রস্তুতি ম্যাচে বলও করেছেন তিনি। তাই অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে শিবমকে।
৬) হার্দিক পাণ্ড্য— শিবমের পাশে দলের আর এক অলরাউন্ডারের ভূমিকায় থাকবেন হার্দিক। ব্যাটে-বলে তাঁর ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ।
৭) রবীন্দ্র জাডেজা— দলের তৃতীয় অলরাউন্ডারের ভূমিকায় থাকবেন জাডেজা। আমেরিকার উইকেটে তাঁর স্পিন কাজে লাগতে পারে।
৮) কুলদীপ যাদব— একমাত্র রিস্ট স্পিনার হিসাবে খেলবেন কুলদীপ। দলকে জেতাতে তাঁর ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ।
৯) যশপ্রীত বুমরা— দলের সেরা পেসার। টি-টোয়েন্টিতে নতুন ও পুরনো বলে প্রধান ভরসা তিনি।
১০) মহম্মদ সিরাজ— বুমরার সঙ্গে থাকবেন সিরাজ। নিউ ইয়র্কের পিচে সিরাজের বল সমস্যায় ফেলতে পারে প্রতিপক্ষকে।
১১) আরশদীপ সিংহ— দলের একমাত্র বাঁহাতি পেসার। প্রস্তুতি ম্যাচে নজর কেড়েছেন। সেই ফর্ম ধরে রাখতে চাইবেন তিনি।