T20 World Cup 2024

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ধাক্কা পাকিস্তানে, চোটে বাদ অবসর ভেঙে ফেরা ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ধাক্কা পাকিস্তান ক্রিকেট দলে। চোটের কারণে দলের অলরাউন্ডার খেলতে পারবেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ১৫:৩০
Share:

বাবর আজ়ম। —ফাইল চিত্র।

বৃহস্পতিবার আমেরিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। তার আগে ধাক্কা খেলেন বাবর আজ়মেরা। চোটের কারণে সেই ম্যাচে পাওয়া যাবে না দলের অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে।

Advertisement

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এ কথা জানিয়েছে। সেখানে বলা হয়েছে, “চিকিৎসকদের পরামর্শে বৃহস্পতিবার আমেরিকার বিরুদ্ধে ইমাদ খেলতে পারবে না। গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগে নেটে ব্যাট করার সময় ডান দিকের পাঁজরে চোট লেগেছিল ইমাদের। আশা করছি ৯ জুন, ভারতের বিরুদ্ধে নামার আগে ইমাদ সুস্থ হয়ে যাবে।”

ইমাদ দলের গুরুত্বপূর্ণ সদস্য। চলতি বছর পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ফর্মে ছিলেন তিনি। দলের শেষ তিনটি ম্যাচে সেরা পুরস্কারও পেয়েছিলেন। সেই কারণেই বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে তাঁকে। ইমাদের বদলে আমেরিকার বিরুদ্ধে শাদাব খানকে খেলাতে পারেন বাবর আজ়মেরা।

Advertisement

পাকিস্তানের হয়ে ৭২টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৩৫ রান করেছেন ইমাদ। ৭০টি উইকেট নিয়েছেন তিনি। গত কয়েক বছরে পাকিস্তান দলে ধারাবাহিক ভাবে সুযোগ না পাওয়ায় অবসর নিয়েছিলেন ইমাদ। চলতি বছর অবসর ভেঙে ফেরেন। তাঁর একটাই লক্ষ্য ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা। দলে ফিরলেও প্রথম ম্যাচে খেলা হচ্ছে না তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement