নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলার সময় রোহিত পৌড়েল। ছবি: পিটিআই।
চলতি বিশ্বকাপে মঙ্গলবার প্রথম ম্যাচ খেলেছে নেপাল। নেদারল্যান্ডসের কাছে হেরেছে তারা। দল হারলেও ইতিহাস গড়েছেন দলের অধিনায়ক রোহিত পৌড়েল।
বিশ্বকাপে দ্বিতীয় অধিনায়ক হিসাবে নেপালকে নেতৃত্ব দিচ্ছেন পৌড়েল। এর আগে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে নেতৃত্ব দিয়েছিলেন পারস খাড়কা। এক দিন ও টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক পৌড়েল। ২১ বছর ২৭৬ দিন বয়সে নেপালকে বিশ্বকাপে নেতৃত্ব দিলেন তিনি।
এর আগে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার ছিলেন প্রসপার উৎসেয়া। ২১ বছর ৩৫৪ দিন বয়সে ২০০৭ সালের এক দিনের বিশ্বকাপে জ়িম্বাবোয়েকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তালিকায় তিন নম্বরে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেই সময় শাকিবের বয়স ছিল ২৩ বছর ৩৮ দিন।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিজের ৫০তম টি-টোয়েন্টি খেললেন পৌড়েল। ব্যক্তিগত নজির গড়লেও ভাল খেলতে পারেনি নেপাল। প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে ১০৬ রানে অল আউট হয়ে যায় তারা। দলের হয়ে সবচেয়ে বেশি ৩৫ রান করেন পৌড়েল। জবাবে ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায় নেদারল্যান্ডস।