Hardik Pandya

T20 World Cup: হার্দিকের স্ক্যানের রিপোর্ট এল, রবিবার নিউজিল্যান্ড ম্যাচে কি তাঁকে পাওয়া যাবে

গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন ভারতীয় দলের এই অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ০৯:৩৭
Share:

হার্দিক পাণ্ড্য।

হার্দিক পাণ্ড্যকে আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে পাওয়া যাবে। তাঁর স্ক্যানের রিপোর্টে কিছু পাওয়া যায়নি। তিনি সুস্থ আছেন। সংবাদ সংস্থা এএনআই এই খবর জানাচ্ছে।

Advertisement

গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন ভারতীয় দলের এই অলরাউন্ডার। ভারতীয় দলের একটি সূত্র জানাচ্ছে, ‘‘এখন ওর চোট নিয়ে কোনও সমস্যা নেই। ইতিমধ্যেই ও সুস্থ হয়ে গিয়েছে। স্রেফ সাবধানতা অবলম্বন করার জন্য স্ক্যান করা হয়েছিল। যেহেতু বিশ্বকাপের সবে একটা ম্যাচ হয়েছে, তাই দল পরিচালন সমিতি কোনও ঝুঁকি নিতে চায়নি।’’

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ১৯তম ওভারের তৃতীয় বলে শাহিন আফ্রিদির বাউন্সারে হুক করতে যান হার্দিক। বল তাঁর কাঁধে লাগে। ব্যথা অনুভব করেন। পরে আরও পাঁচটি বল খেলেন তিনি। শেষ ওভারের আউট হন। হ্যারিস রউফের স্লোয়ার বলে সোজা মারতে গিয়ে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

Advertisement

ভারতের ইনিংস শেষ হওয়ার পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, ‘হার্দিকের ডান কাঁধে লেগেছে। স্ক্যান করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement