বিরাট কোহলী ফাইল চিত্র
আপাতত আর কোনও জল্পনা থাকল না। টি-টোয়েন্টি বিশ্বকাপে কত নম্বরে ব্যাট করতে নামবেন, জানিয়ে দিলেন বিরাট কোহলী। তিনি তিন নম্বরেই নামবেন। ওপেন করবেন রোহিত শর্মা এবং কেএল রাহুল।
সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম অনুশীলন ম্যাচের টসের সময় কোহলী বলেন, ‘‘আইপিএল-এর আগে সব কিছু অন্য রকম ছিল। কিন্তু এখন রাহুলের বাইরে আর কাউকে ওপেনার হিসেবে ভাবা অসম্ভব। ওর সঙ্গে যে রোহিত নামবে, সেটা বোঝার জন্য বুদ্ধি লাগে না। ও দুর্দান্ত ক্রিকেটার। আমি তিন নম্বরেই নামব।’’
আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে কোহলীই ওপেন করেছেন। তা ছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পরে কোহলী ইঙ্গিত দিয়েছিলেন, তিনি বিশ্বকাপে ওপেন করতে পারেন। কিন্তু রাহুল আইপিএল-এ ভাল খেলায় তাঁকে ওপেনারের জায়গা থেকে সরাতে চান না কোহলী। আইপিএল-এ রাহুল ১৩ ম্যাচে ৬২৬ রান করেছেন। মাত্র ৯ রানের জন্য কমলা টুপি পাননি।
প্রশ্ন রয়েছে হার্দিক পাণ্ড্যর খেলা নিয়ে। তিনি কি বল করতে পারবেন? জোরে বোলার কারা হবেন? এগুলোর কোনওটিরই জবাব না দিলেও ভারত অধিনায়ক জানিয়ে দেন, সব কিছু ঠিক হয়ে গিয়েছে। কোহলী বলেন, ‘‘প্রথম ম্যাচে কী দল হবে, সেটা আমরা ঠিক করে ফেলেছি।’’
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচের পর বুধবার অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। কোহলী বলেন, ‘‘এই ম্যাচগুলোতে আমরা সবাইকে যতট সম্ভব সুযোগ দেওয়ার চেষ্টা করব।’’
আইপিএল কতটা সাহায্য করবে জানতে চাইলে কোহলী বলেন, ‘‘প্রতিযোগিতার মানের নিরিখে আইপিএল অবশ্যই তৈরি হতে সাহায্য করবে। কিন্তু একই সঙ্গে নতুন করে মানিয়েও নিতে হবে। আইপিএল-এ ক্রিকেটারদের আলাদা আলাদা ভূমিকা থাকে। কিন্তু এটা অন্য দল। এই দলের সঙ্গে সবাইকে দ্রুত মানিয়ে নিতে হবে।’’