রবিচন্দ্রন অশ্বিন ইনস্টাগ্রাম
২০১৭ সালে শেষ বার ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে খেলতে নেমেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। টি২০ বিশ্বকাপে বিরাট কোহলীদের দলে ফের ডাক পেয়েছেন। বাবাকে ভারতীয় দলের নতুন জার্সিতে দেখে অবাক অশ্বিনের মেয়েও। তার প্রশ্ন, ‘আমি তো তোমায় এই জার্সিতে আগে কোনও দিন দেখিনি?’
মেয়ের এই অবাক হওয়ার কথা ইনস্টাগ্রামে জানিয়েছেন আবেগতাড়িত অশ্বিন। জার্সি পরে ছবি দিয়ে ভারতের অফ স্পিনার লেখেন, ‘এরকম প্রশ্ন করার পর এক সঙ্গে ছবি না তুললে হয়? আপনি পারবেন?’
টেস্ট ক্রিকেটে নিয়মিত খেললেও সীমিত ওভারের ক্রিকেটে দীর্ঘদিন ধরে ভারতীয় দলে জায়গা পাচ্ছিলেন না অশ্বিন। তবে আইপিএল-এ ভাল বল করার পুরস্কার পেলেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন অশ্বিন। ২০২০ মরসুমেও ১৩টি উইকেট পেয়েছিলেন তিনি। বল করার পাশাপাশি অলরাউন্ডার হিসেবেও দারুণ খেলেছেন এই ক্রিকেটার। এর আগে তিনটি টি২০ বিশ্বকাপ খেলেছেন অশ্বিন। তাঁর অভিজ্ঞতাকে এবারও কাজে লাগাতে চান বিরাট কোহলীরা।
রবিবার পাকিস্তানের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নামবেন বিরাটরা।