shahid afridi

T20 World Cup 2021: টি২০ বিশ্বকাপে পাকিস্তান নিয়ে কী বলছেন আফ্রিদি

টি২০ ক্রিকেটে পাকিস্তান অনেকটাই এগিয়ে। মনে করেন আফ্রিদি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২১ ১৮:৪০
Share:

শাহিদ আফ্রিদি টুইটার

পাকিস্তান দলে ধারাবাহিকতার অভাব রয়েছে। এই কথা মেনে নিলেও ২০০৯ সালের পর ফের টি২০ বিশ্বকাপ জিততে পারে পাকিস্তান। এমনটা মনে করেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। ২০০৯ সালের বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা দলের উপর পাকিস্তানে জঙ্গি হামলা হয়। এর পর ইংল্যান্ডের মাটিতে শ্রীলঙ্কাকেই ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হন আফ্রিদিরা। সেই কথা মনে করিয়ে দেন তিনি।


টি২০ ক্রিকেটে পাকিস্তান অনেকটাই এগিয়ে। মনে করেন আফ্রিদি। তিনি বলেন, ‘‘পাকিস্তানকে হাল্কা ভাবে নিলেই বিপদে পড়তে হবে। পাকিস্তানের ক্রিকেটারদের প্রতিভা রয়েছে। ধারাবাহিকতার অভাব থাকলেও চ্যাম্পিয়ন হতে পারে তারা।’’ তবে পাকিস্তান দল নিয়ে চিন্তাও রয়েছে আফ্রিদির মনে। তিনি বলেন, ‘‘পাকিস্তান দলে অভিজ্ঞতার অভাব রয়েছে।’’

Advertisement

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের মতে, নিরাপত্তার কারণ দেখিয়ে এ বারেও নিউজিল্যান্ড খেলতে এসে সিরিজ শুরুর আগেই দেশে ফিরে গিয়েছে। একই কারণে খেলতে আসেনি ইংল্যান্ডও। এদের জবাব দিতে বিশ্বকাপ জিততে হবে পাকিস্তানকে।

আফ্রিদি বলেন, ‘‘২০০৯ সালের জয় ভুলতে পারব না। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘটে যাওয়া ঘটনা আমাদের মাথার মধ্যে ঘুরছিল। গোটা দেশ ওই ঘটনায় ভেঙে পড়েছিল। সেই কারণে এই জয়টা খুব দরকার ছিল। আমাদের জয় গোটা দেশকে আনন্দ দিয়েছিল। পাকিস্তান দলেও সেই রকম প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। তাই এবারেও জিততে পারে পাকিস্তান।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement