Attack

বাড়ির সামনে মদের আসর! প্রতিবাদ করায় যুবককে কোপানো হল মুরগি কাটার দা দিয়ে! পূর্ব বর্ধমানে ধৃত ১

বাড়ির সামনে মদের আসর বসানোর প্রতিবাদ করেছিলেন যুবক। সেই রাগে তাঁকে মুরগি কাটার দা দিয়ে কোপানোর অভিযোগে পূর্ব বর্ধমানের গলসিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ২০:২৮
Share:

—প্রতীকী চিত্র।

বাড়ির সামনে মদের আসর বসানোর প্রতিবাদ করেছিলেন যুবক। সেই রাগে তাঁকে মুরগি কাটার দা দিয়ে কোপানোর অভিযোগে পূর্ব বর্ধমানের গলসিতে। ওই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম শ্রীকান্ত বাগদি। গলসি থানার পারাজ গ্রামে তাঁর বাড়ি। রবিবার ভোরে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে রবিবারই বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়েছিল। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৩১ জানুয়ারি ধৃতকে ফের আদালতে হাজির করাোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

পুলিশ জানিয়েছে, পারাজ গ্রামেরই বাসিন্দা সুভাষ বাগদির বাড়ির সামনে দীর্ঘ দিন ধরে মুরগির ব্যবসা করেন শ্রীকান্ত। সেখানে প্রায়শই রাতে মদের আসর বসান তিনি। মদের আসর না বসানোর জন্য তাঁকে বারবার অনুরোধ করেছিলেন সুভাষ। কিন্তু তাতে কর্ণপাত করেনি শ্রীকান্ত। উল্টে সুভাষকে পরিবার নিয়ে অন্যত্র চলে যাওয়ার কথা বলেন তিনি। বুধবার বিকেলে এ নিয়ে দু’জনের মধ্যে বচসাও বাধে। সেই সময় শ্রীকান্ত সুভাষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করায় মুরগি কাটার ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালান শ্রীকান্ত। চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এলে শ্রীকান্ত সেখান থেকে পালিয়ে যান। পরে সুভাষ ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement