বল করছেন বিরাট কোহলী টুইটার
২০১৬ সালের টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের পর প্রথম বার বল করতে দেখা গেল বিরাট কোহলীকে। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বিরাটের জায়গায় অধিনায়কত্ব করতে দেখা যায় রোহিত শর্মাকে। হার্দিক পাণ্ড্য টি২০ বিশ্বকাপে বল করতে পারবেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফলে ষষ্ঠ বোলার হিসেবে হয়তো নিজেকে তৈরি রাখতে চাইছেন বিরাট।
অস্ট্রেলিয়ার ইনিংসের সপ্তম ওভারে বল করতে দেখা যায় বিরাটকে। তখন ক্রিজে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ও স্টিভ স্মিথ। প্রথম ওভারে মাত্র চার রান দেন বিরাট। ১৩ তম ওভারে ফের বল করতে দেখা যায় ভারত অধিনায়ককে। সেই ওভারে আট রান দেন বিরাট। মার্কাস স্টোয়নিস একটি চার মারেন তাঁর বলে। মোট দুই ওভার বল করে ১২ রান দিয়েছেন বিরাট।
রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমারদের দাপটে ১৫২ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। দু’টি উইকেট নেন অশ্বিন। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর, রবীন্দ্র জাডেজা ও রাহুল চাহার।