Virat Kohli

Virat Kohli: এক দিনের ক্রিকেটেও নেতার আসন ছাড়বেন বিরাট কোহলী? উঠে আসছে রোহিত শর্মার নাম

আইপিএল-এর পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন বিরাট কোহলী। এ বার কি একদিনের দলের দায়িত্বও ছারবেন বিরাট?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২১ ১৫:৪৪
Share:

বিরাট কোহলী ও রোহিত শর্মা টুইটার

টি২০ বিশ্বকাপের পর ভারতের টি২০ দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছেন বিরাট কোহলী। তাঁর জায়গায় কে অধিনায়ক হবেন সেই নিয়ে জল্পনা চলছে। অনেকেই মনে করছেন দায়িত্ব নিতে পারেন রোহিত শর্মা। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী শুধু মাত্র টি২০ নয়, এক দিনের ক্রিকেটেও ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়তে পারেন বিরাট। সে ক্ষেত্রে, একদিনের দলেও বিরাটের জায়গায় অধিনায়ক হতে পারেন রোহিত।

Advertisement

এ বারের আইপিএল-এর পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন বিরাট। আইপিএল-এ আট বছর ব্যাঙ্গালোরের অধিনায়ক থাকলেও এক বারও ট্রফি জিততে পারেননি বিরাট। অন্য দিকে একই বছর (২০১৩) থেকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পেয়ে ইতিমধ্যেই পাঁচ বার আইপিএল জিতেছেন রোহিত।

এক বছরের মধ্যেই ফের অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ। ২০২৩ সালে হবে ৫০ ওভারের বিশ্বকাপ। সূত্রের দাবি, ‘টি২০ ও ৫০ ওভারের ক্রিকেটে দুই আলাদা অধিনায়ক রাখতে রাজি নয় বিসিসিআই। নতুন অধিনায়ককেও সময় দিতে হবে। সেই কারণেই সীমিত ওভারের ক্রিকেটে রোহিতকেই অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement