মহেন্দ্র সিংহ ধোনি ও কেএল রাহুল ফাইল চিত্র
টি২০ বিশ্বকাপে মেন্টর হিসেবে মহেন্দ্র সিংহ ধোনি থাকায় সাজঘরে ফিরে এসেছে শান্তির পরিবেশ। এমনটাই মনে করেন কেএল রাহুল। সাজঘরে ধোনি ফিরে আসায় দারুণ খুশি রাহুল। এর ফলে ভারতীয় দলের লাভ হবে বলেই মনে করেন এই ওপেনার।
দীর্ঘ দিন ধোনির নেতৃত্বে খেলা রাহুল বলেন, ‘‘ধোনি ভারতীয় দলের সাজঘরে ফিরে আসায় দারুণ লাগছে। যখন ও আমাদের অধিনায়ক ছিল, তখনও মেন্টরের ভূমিকায় পেয়েছি ওকে। তাই আরও ভাল লাগছে।’’
ধোনি অধিনায়ক থাকার সময় তাঁর সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন বলে জানিয়েছেন রাহুল। সাজঘরের শান্ত সেই পরিবেশ তাঁর ভাল লাগত বলেও জানিয়েছেন তিনি। ভারতীয় ওপেনার বলেন, ‘‘ধোনি যখন অধিনায়ক ছিল, তখন সাজঘরে ওর উপস্থিতি আমাদের ভাল লাগত। এ বারেও আমরা ওর দিকেই তাকিয়ে রয়েছি। আশা করছি ধোনি আমাদের দারুণ ভাবে সাহায্য করবে।’’
প্রথম কয়েক দিনেই সাজঘর মাতিয়ে রেখেছেন ধোনি। রাহুল বলেন, ‘‘প্রথম দু’তিন দিনে খুব মজা হয়েছে। সুযোগ পেলেই ওর থেকে ব্যাটিং, অধিনায়কত্ব নিয়ে অনেক কিছু জানতে চাইব।’’
ইংল্যান্ড সফর থেকে ফেরার পর বেশ কয়েকজন ক্রিকেটার বিরাট কোহলীর বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের কাছে অভিযোগ জানিয়েছিলেন। ক্রিকেট বোদ্ধাদের একাংশের দাবি সাজঘরের পরিবেশ উত্তপ্ত হচ্ছে বুঝতে পেরেই ধোনিকে মেন্টর হিসেবে নিয়োগ করেছে বোর্ড।
রবিবার পাকিস্তানের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারত।