অধিনায়ক রোহিতেরও অনুশীলন চলছে। —ফাইল চিত্র
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুশীলন ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব করলেন রোহিত শর্মা। বিশ্বকাপের পরেই টি২০ ক্রিকেট থেকে নেতৃত্ব ছাড়বেন বিরাট কোহলী। তার আগে অধিনায়ক রোহিতেরও অনুশীলন চলছে। টসের সময় অধিনায়ক রোহিত জানিয়ে দিলেন টি২০ বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগেই বল করার জন্য তৈরি হয়ে যাবেন হার্দিক পাণ্ড্য।
টসের সময় রোহিত বলেন, “আমরা অবশ্যই চাইব ষষ্ঠ বোলার তৈরি রাখতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজকের ম্যাচে আমরা সে দিকটাও দেখে নিতে চাইব। ষষ্ঠ বোলার হিসেবে কে বল করতে পারে সেই দিকে নজর থাকবে।” হার্দিক সম্পর্কে রোহিত বলেন, “সুস্থ হচ্ছে হার্দিক। আরও কিছুটা সময় লাগবে। খুব বেশি বল করেনি ও। এই প্রতিযোগিতায় খেলার সময় পুরোপুরি সুস্থ হয়ে ওঠা খুব জরুরি। হার্দিক সেই দিকে পৌঁছনোর চেষ্টা করছে। এখনও বল করা শুরু করেনি। কয়েক দিনের মধ্যেই বল করতে শুরু করবে। আশা করছি টি২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তৈরি হয়ে যাবে হার্দিক।”
তবে হার্দিক বল করতে না পারলে ষষ্ঠ বোলার কে হবে, সে নিয়েও ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন রোহিত। তিনি বলেন, “আমাদের ষষ্ঠ বোলার খুঁজে পেতেই হবে। আমি, বিরাট কোহলী, সূর্যকুমার যাদব যারা বল করতে পারে সবাইকেই দেখতে হবে কে ষষ্ঠ বোলারের জায়গা নিতে পারে। তবে এই নিয়ে খুব বেশি ভাবছি না। পাঁচ জন বোলার নিয়ে খেললেও, তারা প্রত্যেকে সেরা। ষষ্ঠ বোলার দলে থাকা ভাল। কোনও এক জন বোলারের দিন খারাপ যেতেই পারে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এক জন অতিরিক্ত বোলার থাকা ভাল।”
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুশীলন ম্যাচে কোহলীকে বল করতে দেখা যায়। শার্দূল ঠাকুরও বল করেন স্টিভ স্মিথদের বিরুদ্ধে। ২৪ অক্টোবর ভারতের প্রথম ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে হার্দিক বল করেন কি না, সে দিকে নজর থাকবে সকলের।