প্রশ্ন হার্দিককে নিয়ে। ফাইল ছবি
ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম বড় প্রশ্ন হার্দিক পাণ্ড্যকে নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে কি তাঁকে বল দেখা যাবে? নিশ্চিত উত্তর দিতে পারছেন না কেউই। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগে রোহিত শর্মাও বললেন, হার্দিককে বল করতে দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।
তবে হার্দিক বল করুন বা না করুন, তাতে ভারতের খেলায় কোনও প্রভাব পড়বে না। এমনই মত কপিলদেবের। তবে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করেন, দল গঠন করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন বিরাট কোহলী।
এক ওয়েবসাইটে কপিল বলেছেন, “একজন অলরাউন্ডার দলে অনেক পার্থক্য গড়ে দেয়। হার্দিক বল না করলে তাতে ভারতের পারফরম্যান্সে প্রভাব পড়বে না ঠিকই, কিন্তু কোহলীকে বিকল্প খুঁজতে গিয়ে বেগ পেতে হবে। যদি অলরাউন্ডার দুটো কাজই করতে পারে, তাহলে বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করার সুযোগ থাকে।”
কপিলের সংযোজন, “হার্দিকের ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে সেই প্রতিভা রয়েছে যেটা দিয়ে ওরা কাজ চালাতে পারে। কিন্তু হার্দিক যদি ২ ওভারও বোলিং করে তাহলে দলে অনেক ভারসাম্য আসে। তবে ওর অভাব ঢেকে দেওয়ার মতো বোলার ভারতের হাতে রয়েছে।”
কাঁধের অস্ত্রোপচার করে ফেরানোর পর সে ভাবে বল করতে দেখা যায়নি হার্দিককে। গোটা আইপিএল-এ এক ওভারও বোলিং করেননি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচেও তাঁকে বল করতে দেখা যায়নি।