ধোনির পরামর্শ পাচ্ছেন জাডেজা। ফাইল ছবি
ভারত বনাম ইংল্যান্ড সিরিজে রবিচন্দ্রন অশ্বিনকে টপকে দলের মুখ্য স্পিনার হয়ে উঠেছিলেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটেও এখন দলে তাঁর জায়গা পাকা। সেই জায়গা আরও মজবুত করতে নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন রবীন্দ্র জাডেজা। দলের ফিনিশার হিসেবে এ বার প্রধান ভূমিকা নিতে চান।
সীমিত ওভারের ক্রিকেটে সাধারণত ছয়ে বা সাতে নামেন জাডেজা। বেশির ভাগ সময়েই ম্যাচ শেষ করার ভূমিকা নিতে হয় তাঁকেই। আগামী দিনে সেই জায়গাটাকেই আরও ক্ষুরধার করে তুলতে চাইছেন তিনি। এ বিষয়ে তাঁকে সাহায্য করছেন মহেন্দ্র সিংহ ধোনি, ম্যাচ শেষ করার ব্যাপারে যাঁর কোনও তুলনাই হয় না।
এক ওয়েবসাইটে সাক্ষাৎকারে জাডেজা বলেছেন, “ম্যাচ ফিনিশ করে যত বেশি সম্ভব দলকে জেতাতে চাই। এখন নিজের উপর অনেকটাই বিশ্বাস চলে এসেছে আমার। ক্রিজে গিয়ে নিজেকে আরও সময় দিতে শিখেছি। কোনও সময়ে দলের হয়ে ম্যাচ শেষ করার সুযোগ এলেই সেটা দু’হাত বাড়িয়ে গ্রহণ করব।”
ধোনির থেকে সাহায্য প্রসঙ্গে জাডেজা বলেছেন, “ধোনি ভাই বরাবর আমাকে বলে সুযোগ পেলেই সেটা কাজে লাগাতে। চাপের সময় সব সময় ভাবতে বলেছে যে, আমি যেমন চাপে রয়েছি বোলারও তেমন চাপে রয়েছে। তাই শুধু নিজের ব্যাপারে নয়, বোলারের ব্যাপারেও ভাবতে হবে। আমার ক্রিকেটজীবনে ওর অসাধারণ প্রভাব রয়েছে।”
আইপিএল-এ একই দলে খেললেও জাডেজা জানিয়েছেন, জাতীয় দলের হয়ে ধোনিকে মিস করেন তিনি। বলেছেন, “আগে কোনও ভুল হলেই ছুটে এসে আমার সঙ্গে কথা বলত। ঠিক কোন জায়গায় আমাকে আরও বেশি নজর দিতে হবে সেটা বলে দিত। ১২ বছর ধরে ওর সঙ্গে সম্পর্ক। তাই ওকে মিস করি।”