বাবরদের পরামর্শ মিয়াঁদাদের। ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জিততে গেলে পাকিস্তানকে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। নিজেদের কোনও রকম চাপের মুখে ফেললে চলবে না। এমনই মত জাভেদ মিয়াঁদাদের। পাকিস্তানের প্রাক্তন ব্যাটারের মতে, ভারতের বিরুদ্ধে জিততে গেলে দলের প্রত্যেককে অবদান রাখতে হবে।
এক চ্যানেলে সাক্ষাৎকারে মিয়াঁদাদ বলেছেন, “প্রতিযোগিতায় সেরা ছন্দে শুরু করতে গেলে ভারতের বিরুদ্ধে ম্যাচ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওদের শক্তিশালী দল, অনেক ভাল ক্রিকেটার রয়েছে। যদি আমরা ভয় এবং চাপ ছাড়া খেলতে পারি এবং প্রত্যেকে নিজেদের মতো অবদান রাখে তাহলে আমরা ওদের হারাতে পারি।”
মিয়াঁদাদের সংযোজন, “টি-টোয়েন্টি হল এমন একটা ফরম্যাট, যেখানে লোকে ভাবে যে একজন-দু’জন ক্রিকেটারই ম্যাচ জেতাতে পারে। কিন্তু আমার মতে, প্রত্যেকের অবদান রাখা উচিত কোনও না কোনও ভাবে। তাতেই দলের মধ্যে জেতার মানসিকতা তৈরি হয়। এই ফরম্যাটে ২০ রানের মতো ছোটখাটো ইনিংস বা একটা গুরুত্বপূর্ণ ক্যাচ বা রান আউটও অনেক কিছু বদলে দিতে পারে।”