ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
কাজ করে বাড়ি ফিরে রান্নাবান্নার তোড়জোড় শুরু করেছিলেন শ্রমিকেরা। হঠাৎ লক্ষ করলেন, রান্নাঘরের ভিতর একটি শুঁড় নড়াচড়া করছে। বাড়ির পিছনের দরজায় এসে দাঁড়িয়েছে একটি বিশাল বুনো হাতি। রান্নাঘরে শুঁড় ঢুকিয়ে সেখানে দাঁড়িয়েই চাল চুরি করে খেতে শুরু করল হাতিটি। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
রবিবার সকাল থেকেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি রান্নাঘরের তছনছ অবস্থা। দরজার মুখে দাঁড়িয়ে রয়েছে একটি বুনো হাতি। দরজায় দাঁড়িয়ে রান্নাঘরের ভিতরে শুঁড় ঢুকিয়ে ফেলেছে হাতিটি। রান্নাঘরের মেঝেতে পড়ে থাকা চাল খেয়ে যাচ্ছে সে। তার পর রান্নাঘরে রাখা একটি তাক শুঁড়ে পেঁচিয়ে বাইরে বেরিয়ে গেল হাতিটি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি তামিলনাড়ুর কোয়েম্বত্তুর জেলার থেরকুপালায়ম এলাকায় ঘটেছে।
সেখানে একটি বাড়ি ভাড়া করে কয়েক জন পরিযায়ী শ্রমিক ছিলেন। শনিবার রাতে কাজ সেরে ফেরার পর রান্না করছিলেন তাঁরা। হঠাৎ রান্নাঘরের ভিতর শুঁড় ঢুকিয়ে সব তছনছ করতে শুরু করে দেয় পুরুষ হাতি। বিপদ বুঝে সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে দেন তাঁরা। নিজেদের ফোনের ক্যামেরা অন করে হাতির কাণ্ডকারখানা রেকর্ড করতে শুরু করেন শ্রমিকেরা। হাতিটি নিজের মতো মেঝেয় পড়ে থাকা চাল খেতে থাকে। তার পর রান্নাঘরে রাখা একটি তাক শুঁড়ে পেঁচিয়ে রান্নাঘর থেকে বিদায় নেয়। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয়েছে। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘আমার সঙ্গে এমন হলে আমি ভয়েই অজ্ঞান হয়ে যেতাম।’’