বিরাট কোহলী।
আইপিএল-এ স্বপ্নভঙ্গ হয়েছে। আরও এক বার খালি হাতে ফিরতে হয়েছে বিরাট কোহলীকে। অধিনায়ক হিসেবে ট্রফি জেতার শেষ সুযোগও হাতছাড়া করেছেন তিনি। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে এই ফরম্যাটে কোহলীর জন্যে সেটাই সেরা পুরস্কার হবে বলে মনে করছেন সুনীল গাওস্কর।
ভারতের প্রাক্তন অধিনায়ক অবশ্য এটাও মনে করিয়ে দিয়েছেন যে, সব কিছু সব সময় পরিকল্পনামাফিক চলে না। বলেছেন, “কোহলী বিশ্বকাপ জিতলে দুর্দান্ত ব্যাপার হবে। কারণ টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সেটাই ওর সেরা কৃতিত্ব হবে। একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা এবং দেশের হয়ে খেলা সম্পূর্ণ আলাদা ব্যাপার। দেশের হয়ে প্রতিযোগিতা জেতা সব থেকে আনন্দের অনুভূতি।”
এর পরেই গাওস্কর স্মরণ করিয়ে দিয়েছেন, “আগেই বলেছি, চিত্রনাট্য সব সময় মেলে না। জানি না কী ভাবে এই চিত্রনাট্য লেখা হয়। ক্লাইভ লয়েডকেই উদাহরণ হিসেবে দেখুন। ১৯৭৫ এবং ১৯৭৯ সালে বিশ্বকাপ জিতল এবং চার বছর পর ভারতের কাছে হেরে গেল। ১৯৮৫ সালে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স-এ আবার হারল। টেস্ট এবং একদিনের ক্রিকেটে শেষ দু’বছরে ও কিছুই জেতেনি।”
সাফল্য পেতে গেলে কোহলীকে আইপিএল-এর ব্যর্থতা ভুলে যেতে বলছেন গাওস্কর। তাঁর কথায়, “আরসিবি-র সঙ্গে যেটা হয়েছে সেটা মাথায় রাখার কোনও দরকারই নেই। এখানে ওর সামনে বিশ্বকাপের ট্রফি তোলার সুযোগ রয়েছে। জীবনের অন্যতম সেরা মুহূর্তের সামনে রয়েছে ও।”