সুরেশ রায়না।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে আবার ফিরছেন সুরেশ রায়না। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনি খেলবেন উত্তরপ্রদেশের হয়ে।
১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রায়না। একই দিনে মহেন্দ্র সিংহ ধোনিও জানিয়ে দিয়েছিলেন, দেশের হয়ে তিনি আর খেলবেন না। পরে চেন্নাই সুপার কিংসের হয়ে রায়না সংযুক্ত আরব আমিরশাহিতে গেলেও ধোনির দলের হয়ে নামেননি তিনি। টুর্নামেন্টের বল গড়ানোর আগেই ব্যক্তিগত কারণের জন্য দেশে ফিরে আসেন তিনি।
সেই রায়না শনিবার কানপুর পৌঁছবেন। ১৩ এবং ১৫ তারিখ প্রস্তুতি ম্যাচেও রায়না নামবেন বলেই সূত্রের খবর। রায়না জানিয়েছেন, উত্তর প্রদেশকে আরও একটা ট্রফি দেওয়াই তাঁর লক্ষ্য। এই টুর্নামেন্ট শেষ হলে তিনি আগামী বছরের আইপিএলের জন্য নিজেকে তৈরি করবেন।
সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে আগামী বছরের ঘরোয়া মরশুম শুরু করতে চাইছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। যদিও বোর্ডের বার্ষিক সাধারণ সভার পরে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগেই রায়না স্থির করে নিয়েছেন তিনি উত্তর প্রদেশের হয়ে নামবেন সৈয়দ মুস্তাক আলিতে। তার জন্য উত্তর প্রদেশের ক্যাম্পেও যোগ দেবেন।