ট্রফি নিয়ে উচ্ছ্বাস রায়নাদের। ফাইল ছবি
ভারতের দ্বিতীয় ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর কেটে গিয়েছে দশ বছর। এখনও কিছু ভোলেননি সুরেশ রায়না। সেই বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত মনে আছে তাঁর। শুক্রবার টুইটে একাধিক ছবি পোস্ট করে সেকথাই জানিয়েছেন প্রাক্তন এই অলরাউন্ডার।
রায়না লিখেছেন, “বিশ্বকাপ জেতার পর ১০ বছর কেটে গেল। গোটা বিশ্বজুড়ে সমস্ত ভারতবাসীর স্বপ্ন পূরণ করতে পেরেছিলাম আমরা। ট্রফি নেওয়ার সেই মুহূর্তের কথা পিছন ফিরে ভাবলে অদ্ভুত একটা অনুভূতি হয়। গোটা দেশকে গর্বিত করতে পেরেছিলাম আমরা। এই স্মৃতি আজীবন মনে থাকবে।”
ফাইনালে শ্রীলঙ্কাকে ছ’উইকেটে হারিয়েছিল ভারত। গৌতম গম্ভীর এবং মহেন্দ্র সিংহ ধোনির সৌজন্যে বিশ্বকাপ পাওয়ার স্বপ্ন পূরণ হয়েছিল সচিন তেন্ডুলকরের। সেই প্রতিযোগিতায় শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরেছিল ভারত। ফাইনালে হারিয়েছিল পাকিস্তানকে। উল্লেখ্য, গত বছর স্বাধীনতা দিবসে ধোনির সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান রায়না।