চোটে জর্জরিত শ্রেয়স আইয়ার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা কম। ফাইল চিত্র
শ্রেয়স আইয়ারের অস্ত্রোপচার হবে ৮ এপ্রিল। অস্ত্রোপচারের পর ৫ মাস পুনর্বাসনে থাকতে হবে তাঁকে। অর্থাৎ সেপ্টেম্বরের আগে তাঁকে পাওয়া যাবে না। একটি সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।
বাঁ কাঁধের চোটের জন্য এই মিডল অর্ডার ব্যাটসম্যান যে আইপিএল খেলতে পারবেন না, সেটা আগেই বোঝা গিয়েছিল। এখন শোনা যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও তাঁর জাতীয় দলে ফেরার সম্ভাবনা খুবই কম।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে বাঁ- কাঁধে চোট পান শ্রেয়স। এরপর খানিকক্ষণ মাঠে থাকলেও ব্যথা সহ্য করতে না পারায় উঠে যেতে হয় তাঁকে। এরপর আর নামতে পারেননি। আসন্ন আইপিএল এবং তারপরেও তাঁকে পাওয়া যাবে না। তাই ঋষভ পন্থকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে শুধু আইপিএল নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সিরিজও তাঁর খেলার সম্ভাবনা নেই।