2011 World Cup Final

‘জীবনের সেরা মুহূর্তের’ স্মৃতিচারণ করলেন বীরেন্দ্র সহবাগ

আজ, শুক্রবার ১০ এপ্রিল ভারতের বিশ্বকাপ জয়ের দশ বছর পূর্তি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২১ ১৭:৪০
Share:

বিশ্বকাপ হাতে সহবাগ। ফাইল ছবি

আজ, শুক্রবার ১০ এপ্রিল ভারতের বিশ্বকাপ জয়ের দশ বছর পূর্তি। নেটমাধ্যমে বিশেষ ছবি পোস্ট করে সেই দিনটিকে স্মরণ করলেন বীরেন্দ্র সহবাগ। সেই সঙ্গে উসকে দিলেন প্রচুর স্মৃতি।

Advertisement

দশ বছর আগে আজকের তারিখেই শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে দ্বিতীয় বারের জন্য বিশ্বকাপ জিতেছিল ভারত। ২৮ বছর পর সেই সাফল্যে উদ্বেল হয়েছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সে দিনের ছবি পোস্ট করে ক্যাপশনে সহবাগ লিখেছেন, “এপ্রিল ২: দশ বছর আগে জীবনের সব থেকে সেরা মুহূর্ত কাটিয়েছিলাম।”

সেই বিশ্বকাপে সচিনের সঙ্গে ওপেন করেছিলেন সহবাগ। ভারতের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ঢাকায় প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন। ভারত তুলেছিল ৩৭০ রান। ভারত যে কাপ জেতার মানসিকতা নিয়েই খেলতে নেমেছে, সেটা প্রমাণ হয়ে গিয়েছিল ওই ম্যাচের পরেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement