Novak Djokovic

Novak Djokovic: করোনা নিয়েই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জোকোভিচ, মেনে নিলেন নিজেই

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন জোকোভিচ। তিনি জানিয়েছেন করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর এই অনুষ্ঠানটি বাতিল করেননি তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৬:০৫
Share:

সাফাই দিলেন জোকোভিচ। —ফাইল চিত্র

নোভাক জোকোভিচ করোনা নিয়েই গত মাসে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এমনটাই বুধবার জানালেন টেনিস তারকা। নেটমাধ্যমে নিজের বক্তব্য জানিয়েছেন জোকোভিচ।

বুধবার জোকোভিচ লেখেন, ‘ডিসেম্বর মাসে আমার করোনা রিপোর্ট পজিটিভ আসে। সেই সময় বিভিন্ন অনুষ্ঠানে আমার থাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। সেগুলি ঠিক করা প্রয়োজন।’ জোকোভিচ জানিয়েছেন এই ধরনের তথ্যের ফলে তাঁর পরিবারের উপরেও চাপ তৈরি হচ্ছে।

Advertisement

জোকোভিচ লেখেন, ‘১৪ ডিসেম্বর আমি বেলগ্রেডে একটি বাস্কেটবল খেলায় যোগ দিয়েছিলাম। সেখানে বেশ কিছু জনের করোনা সংক্রমণ ধরা পড়ে। আমার কোনও ধরনের উপসর্গ না থাকলেও ১৬ ডিসেম্বর র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করি। সেখানে ফল নেগেটিভ আসে। আরও নিশ্চিত হতে সেই দিন আরটিপিসিআর পরীক্ষাও করি। পরের দিন বেলগ্রেডে টেনিসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। ছোটদের পুরস্কার তুলে দিয়েছিলাম। সেই অনুষ্ঠানে যাওয়ার আগেও র‍্যাপিড পরীক্ষা করি। সেটার ফলও নেগেটিভ আসে। কোনও রকম উপসর্গ ছিল না। আরটিপিসিআর পরীক্ষার ফল তখনও পাইনি।’

পরের দিন জোকোভিচ এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন। তিনি জানিয়েছেন করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর সব অনুষ্ঠান বাতিল করলেও এইটা করেননি। জোকোভিচ লেখেন, ‘আমি সাংবাদিকদের হতাশ করতে চাইনি। সেই অনুষ্ঠানে আমি মাস্ক পরে ছিলাম। এক মাত্র ছবি তোলার সময় মাস্ক খুলেছি। সাক্ষাৎকার শেষে বাড়ি ফিরে যখন নিভৃতবাসে ঢুকছি, সেই সময় মনে হয়েছিল ভুল করেছি। অনুষ্ঠানটা পিছিয়ে দেওয়া উচিত ছিল।’

Advertisement

অস্ট্রেলিয়া আসার কাগজপত্র জোকোভিচের দলের লোকজন জমা দিয়েছিল বলে জানিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। তিনি লেখেন, ‘অভিবাসন আধিকারিকদের আমি জানিয়েছি যে আমার এর আগে যাওয়ার বিষয়ে কিছু ভুল তথ্য জমা পড়েছিল। ফর্মে ভুল জায়গায় দাগ পড়েছিল। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেখানে কিছু ভুল হতেই পারে। ইচ্ছাকৃত ভাবে এই ভুল করা হয়নি। আমার দল বুধবার সমস্ত তথ্য জমা দিয়েছে অস্ট্রেলিয়ার সরকারের কাছে।’

অস্ট্রেলিয়ার সরকার বা যে পরিস্থিতি চলছে তা নিয়ে মন্তব্য করতে চাননি জোকোভিচ। তিনি লেখেন, ‘কিছু ভুল তথ্য ঘুরে বেরাচ্ছিল সেগুলি ঠিক করা প্রয়োজন ছিল। অন্য কিছু নিয়ে আমি কোনও মন্তব্য করব না।’

১৭ জানুয়ারি থেকে শুরু এ বারের অস্ট্রেলিয়ান ওপেন। জোকোভিচ লেখেন, ‘অস্ট্রেলিয়ান ওপেন খেলা গর্বের বিষয়। খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় খেলতে ভালবাসে। শুধু ভিক্টোরিয়া বা অস্ট্রেলিয়া নয়, বিশ্বের সব জায়গার সমর্থকরা এই প্রতিযোগিতা ভালবাসে। বিশ্বের সেরা টেনিস খেলোয়াড়দের বিরুদ্ধে এই প্রতিযোগিতায় খেলা যায়।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement