কোন ম্যাচের কথা বললেন শাস্ত্রী ফাইল চিত্র
তিনি ভারতের কোচ থাকাকালীন দ্বিপাক্ষিক সিরিজে একের পর এক সাফল্য পেয়েছে দল। অন্য দিকে আবার আইসিসি টুর্নামেন্ট ব্যর্থ হয়েছে ভারত। একটিও খেতাব জিততে পারেননি বিরাট কোহলীরা। কিন্তু তাঁর সময়ে সব থেকে খারাপ ফল কী, সেটা নিজেই জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক রবি শাস্ত্রী।
এক টেলিভি়শন চ্যানেলে সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘‘আমার সময়ে সব থেকে বাজে ফল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে যাওয়া। কারণ গত পাঁচ বছরে টেস্টে আমরা যে ধরনের ক্রিকেট খেলেছি তাতে হারা উচিত ছিল না। অন্তত ড্র হতে পারত। পাঁচ বছর বিশ্বের ১ নম্বর টেস্ট দল থাকা মোটেই সহজ বিষয় নয়।’’
তবে ফাইনালে হারের জন্য বেশ কিছু কারণ তুলে ধরেছেন শাস্ত্রী। তিনি বলেন, ‘‘ফাইনালে নামার আগে প্রস্তুতি দরকার। কিন্তু ইংল্যান্ডে গিয়ে নিভৃতবাস, জৈবদুর্গের কবলে প্রস্তুতিতে সমস্যা হয়েছিল। নিউজিল্যান্ড আগে থেকেই ওখানে ছিল। ওরা ইংল্যান্ডের পরিবেশে আমাদের থেকে ভাল মানিয়ে নিয়েছিল। তবে যে কারণই হোক না কেন আমাদের হারা উচিত ছিল না।’’
ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারায় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ভারতের পাঁচ ব্যাটারকে আউট করেন কিউয়ি অলরাউন্ডার কাইল জেমিসন। বিরাট কোহলী, রোহিত শর্মা, অজিঙ্ক রহাণেরা শুরু করলেও বড় রান করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ১৭০ রানে অলআউট হয়ে যায় ভারত। ১৪০ রান তাড়া করতে নেমে ১৫ ওভার বাকি থাকতে জিতে যায় নিউজিল্যান্ড।