Kyle Jamieson

Bangladesh Vs New Zealand: বাংলাদেশের ব্যাটারকে আউট করে অশালীন মন্তব্য, জরিমানা কিউয়ি বোলার জেমিসনের

এই নিয়ে গত ২৪ মাসে তিনটি ডিমেরিট পয়েন্ট হল জেমিসনের। বার বার এই ধরনের দোষ করলে বড় শাস্তির মুখে পড়তে পারেন নিউজিল্যান্ডের বোলার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৩:১৯
Share:

শাস্তির মুখে জেমিসন ফাইল চিত্র

খেলা চলাকালীন অশালীন মন্তব্যের জেরে জরিমানা করা হল নিউজিল্যান্ডের জোরে বোলার কাইল জেমিসনকে। তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। শুধু তাই নয় খারাপ ব্যবহারের জন্য একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন জেমিসন। ভবিষ্যতে ফের এই ঘটনা ঘটালে আরও বড় শাস্তি পেতে পারেন তিনি।

Advertisement

বাংলাদেশের ব্যাটার ইয়াসির আলিকে আউট করার পরে তাঁর উদ্দেশে অশালীন মন্তব্য করেন জেমিসন। ম্যাচ শেষে আম্পায়াররা ম্যাচ রেফারি জেফ ক্রোকে সে কথা জানান। তার পরে জরিমানার সিদ্ধান্ত নেন রেফারি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন জেমিসন।

আইসিসি-র তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, অশালীন কথা বলে আইসিসি কোড অব কন্ডাক্টের ২.৫ নম্বর ধারা ভেঙেছেন জেমিসন। তাই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। শাস্তির বিরুদ্ধে কোনও আবেদনও করেননি জেমিসন। তাই বোঝা যাচ্ছে তিনি সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন।

Advertisement

শুধু জরিমানা নয় খারাপ ব্যবহারের জন্য একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন জেমিসন। এই নিয়ে গত ২৪ মাসে তিনটি ডিমেরিট পয়েন্ট হল জেমিসনের। বার বার এই ধরনের দোষ করলে বড় শাস্তির মুখে পড়তে পারেন নিউজিল্যান্ডের এই দীর্ঘদেহী বোলার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement