South Africa

শ্রীলঙ্কাকে ইনিংসে হারাল দক্ষিণ আফ্রিকা

শ্রীলঙ্কাকে শেষ করেন চার পেসার লুঙ্গি এনগিডি, আনরিচ নর্টিয়ে, উইয়ান মালডার, লুথো সিপামলা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

সেঞ্চুরিয়ন শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ২১:৫১
Share:

ছবি টুইটার সৌজন্যে।

দক্ষিণ আফ্রিকা ইনিংসে হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। দুই টেস্টের সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা জিতল ইনিংস ও ৪৫ রানে।

Advertisement

শ্রীলঙ্কা ২২৫ রানে পিছিয়ে ছিল দ্বিতীয় ইনিংসে। তৃতীয় দিনের শেষে তারা ছিল ২ উইকেটে ৬৫ রান। সেখান থেকে তাদের ইনিংস শেষ হয়ে যায় ১৮০ রানে।

শ্রীলঙ্কাকে শেষ করেন চার পেসার লুঙ্গি এনগিডি, আনরিচ নর্টিয়ে, উইয়ান মালডার, লুথো সিপামলা। চারজনের ২টি করে উইকেট নেন। শ্রীলঙ্কার হয়ে কুশল পেরেরা ও ওয়ানিন্দু হসরঙ্গ ছাড়া আর কেউ ভাল রান পাননি। পেরেরা ৬৪ এবং হসরঙ্গ ৫৯ রান করেন। নিরোশান ডিকওয়েলা (১০), দাসুন শনকা (৬), বিশ্ব ফার্নান্ডো (০) রান পাননি। ১৯৯ রানের ইনিংস খেলার জন্য এই টেস্টের সেরা হন ফাফ ডুপ্লেসি।

Advertisement

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ৩ জানুয়ারি থেকে জোহানেসবার্গে।

আরও পড়ুন: অধিনায়ক রাহানের প্রথম ৩ টেস্ট জয়, সামনে শুধু ধোনি

আরও পড়ুন: সাউদির ৩০০ টেস্ট উইকেট, জয় থেকে ৭ উইকেট দূরে নিউজিল্যান্ড

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement