Sourav Ganguly

Sourav Ganguly: বড় স্ক্রিনেও ‘দাদাগিরি’, সৌরভই টুইট করে জানালেন, তাঁর জীবনচিত্র তৈরি পাকা

সৌরভ টুইট করে লেখেন, ‘ক্রিকেট আমার জীবন। আমাকে আত্মবিশ্বাস দিয়েছে, এগিয়ে যাওয়ার ক্ষমতা দিয়েছে। এই যাত্রার স্বাদ আনন্দের।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ ১৩:৩৪
Share:

বড় পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন। —ফাইল চিত্র

বড় পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন। বৃহস্পতিবার টুইট করে নিজেই জানালেন সেই কথা। এলইউভি ফিল্মস এই ছবি প্রযোজনা করবে বলে জানালেন মহারাজ।

সৌরভ টুইট করে লেখেন, ‘ক্রিকেট আমার জীবন। আমাকে আত্মবিশ্বাস দিয়েছে, এগিয়ে যাওয়ার ক্ষমতা দিয়েছে। এই যাত্রার স্বাদ আনন্দের। সেই যাত্রা নিয়ে ছবি করবে এলইউভি। বড় স্ক্রিনে দেখানো হবে আমার জীবন।’

Advertisement

জীবনচিত্র তৈরি হচ্ছে এটা জানালেও, তাঁর চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও জানাননি সৌরভ। ভারতের প্রাক্তন অধিনায়ক জানিয়েছিলেন তিনি নিজের চরিত্রে রনবীর কপূরকে দেখতে চান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement