টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবেন মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র
ক্রিকেট ভক্তরা মঙ্গলবার থেকে অপেক্ষা করছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল দেখার জন্য। বুধবার রাতে সেই অপেক্ষা শেষ হয়। দলে রবিচন্দ্রন অশ্বিনকে দেখে যে চমক লেগেছিল, তা ভাঙার আগেই ছড়িয়ে পড়ে আরও বড় চমক। বিরাট কোহলীদের মেন্টর হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবেন মহেন্দ্র সিংহ ধোনি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ধোনিকে মেন্টর হিসেবে যুক্ত করার কথা বলেন। এক বাক্যে রাজি হয়ে যান কোহলীরা। জয় শাহ বলেন, “আমি যখন দুবাইতে ছিলাম সেই সময় ধোনির সঙ্গে কথা বলি। ও রাজি হয় দলের মেন্টর হতে। বাকিদের আমার ভাবনার কথা বললে সবাই এক বাক্যে রাজি ছিল। অধিনায়ক, সহ-অধিনায়ক, কোচ সবাই মত দেয়।”
২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনালের পর আর ভারতীয় দলের জার্সি পরতে দেখা যায়নি তাঁকে। গত বছর ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে এই মুহূর্তে দুবাইতে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালের একদিনের ক্রিকেটের বিশ্বকাপজয়ী অধিনায়ক দলে ফেরায় কোহলীরা আরও শক্তিশালী হবেন বলেই মনে করছেন সকলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল। গ্রাফিক: শৌভিক দেবনাথ
ভারতীয় দলে ফের শাস্ত্রী, কোহলী, ধোনি ত্রিকোণ সমীকরণ। এটাই ফেরাতে চেয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট বোর্ড। মেন্টর হিসেবে ধোনিকে এনে সেই কাজটাই করে দিলেন বোর্ড সচিব।