Cricket

করোনা-আবহে বাতিল বোর্ড-ফ্র্যাঞ্চাইজি কর্তাদের বৈঠক, আইপিএল-এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

এ বারের আইপিএল-এর বল গড়ানোর কথা ছিল ২৯ মার্চ। কিন্তু করোনার থাবায় ১৫ এপ্রিল পর্যন্ত তা পিছিয়ে দেওয়া হয়েছে। তার পরেও যে টুর্নামেন্টের বল গড়াবে, এমন কোনও নিশ্চয়তা নেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২০ ১৩:২০
Share:

আদৌ কি হবে এ বারের আইপিএল? ছবি — টুইটার।

আইপিএল-এর রূপরেখা তৈরি করার জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আজ, মঙ্গলবার কনফারেন্স কলে বসার কথা ছিল বোর্ড-কর্তাদের।

Advertisement

কিন্তু করোনার জেরে পরিবর্তিত পরিস্থিতিতে সেই কনফারেন্স কল বাতিল করে দেওয়া হয়েছে। আর তার ফলে আইপিএল-এর ভবিষ্যৎ নিয়ে উঠে গেল প্রশ্ন।

এ বারের আইপিএল-এর বল গড়ানোর কথা ছিল ২৯ মার্চ। কিন্তু করোনার থাবায় ১৫ এপ্রিল পর্যন্ত তা পিছিয়ে দেওয়া হয়েছে। তার পরেও যে টুর্নামেন্টের বল গড়াবে, এমন কোনও নিশ্চয়তা নেই।

Advertisement

আরও পড়ুন: করোনা: আমিরশাহি ফেরত বৃদ্ধের মৃত্যু মুম্বইয়ে

কিংস ইলেভেন পঞ্জাবের কো-ওনার নেস ওয়াদিয়া বলেন, ‘‘মনু্ষ্যত্ব সবার আগে। তার পরে বাকি সব কিছু। এখনও পর্যন্ত পরিস্থিতির একটুও উন্নতি হয়নি। ফলে এখনই আইপিএল নিয়ে আলোচনা করার মতো অবস্থা নেই।’’

আগে আইপিএল শুরুর পাঁচটি সম্ভাব্য তারিখ স্থির করে রেখেছিল বোর্ড। সেটা অবশ্য সপ্তাহখানেক আগের ঘটনা। গোটা বিশ্বের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। এ দেশেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একাধিক রাজ্যে ‘লকডাউন’ ঘোষণা করে দেওয়া হয়েছে। এই আবহে নামপ্রকাশে অনিচ্ছুক এক ফ্র্যাঞ্চাইজি কর্তা বললেন, ‘‘এই অবস্থায় আলোচনা করে কোনও লাভই নেই। আইপিএল-এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন আমাদের চিন্তা করতে হচ্ছে।’’

বিশ্বের সমস্ত ক্রীড়া-ইভেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এ বারের ইউরো পিছিয়ে গিয়েছে। অলিম্পিক্সও পিছিয়ে যেতে পারে এমনই ইঙ্গিত দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। ওয়াদিয়া বলছেন, ‘‘আমরা অনেক সময়েই সরকারের বিরোধিতা করে থাকি। কিন্তু এই পরিস্থিতিতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তার প্রশংসা করতেই হবে। সরকারের তরফে ইতিবাচক সিদ্ধান্তই নেওয়া হয়েছে।’’

আরও পড়ুন: রাজ্যে করোনা আক্রান্ত আরও ২ বিদেশফেরত! আজ ফের হবে পরীক্ষা

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আইপিএল নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি। ফ্র্যাঞ্চাইজি-কর্তারা তাঁদের ক্ষতির পরিমাণ কমানোর কথা ভাবছেন। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘অলিম্পিক্সের মতো মেগা ইভেন্ট যদি পিছিয়ে যেতে পারে, তা হলে আইপিএল তো তুলনায় অনেক ছোট। এই অবস্থায় আইপিএল আয়োজন করা কঠিন হয়ে পড়ছে।’’

বিশ্বের সমস্ত মেগা টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। পিছিয়ে দেওয়া হচ্ছে অনেক টুর্নামেন্ট। এ বার আইপিএল নিয়েও তৈরি হয়ে গেল অনিশ্চয়তা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement