Shubman Gill

ভাঙলেন কোহালির রেকর্ড! সবচেয়ে কম বয়সে দেওধরের ফাইনালে নেতৃত্ব শুবমনের

শুবমনের দিনটা অবশ্য ভাল কাটল না। ব্যাটে রান পেলেন না তিনি। ওপেন করতে নেমে সাত বল খেলে ফিরলেন মাত্র ১ রানে। হারল তাঁর দলও।

Advertisement

সংবাদ সংস্থা

রাঁচী শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ ১৭:৫০
Share:

রেকর্ড গড়লেও শুবমন গিলের দিনটা ভাল গেল না। ফাইল চিত্র।

বিরাট কোহালির ১০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন শুবমন গিল। দেওধর ট্রফির ফাইনালে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার রেকর্ড ছিল বিরাটের। সেটাই ভাঙলেন শুবমন।

Advertisement

২০০৯-১০ মরসুমে ২১ বছর ১২৪ দিন বয়সে দেওধর ট্রফির ফাইনালে উত্তরাঞ্চলকে নেতৃত্ব দিয়েছিলেন বিরাট কোহালি। সেটাই ছিল এতদিনের রেকর্ড। সোমবার ২০ বছর ৫৭ দিন বয়সে ভারত সি দলকে দেওধর ট্রফির ফাইনালে নেতৃত্ব দিলেন শুবমন। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন উন্মুক্ত চন্দ। দিল্লি দলে কোহালির সতীর্থ উন্মুক্ত ২০১৫ সালে ২২ বছর বয়সে ভারত বি দলকে নেতৃত্ব দিয়েছিলেন দেওধর ট্রফির ফাইনালে।

শুবমনের দিনটা অবশ্য ভাল কাটল না। ব্যাটে রান পেলেন না তিনি। ওপেন করতে নেমে সাত বল খেলে ফিরলেন মাত্র ১ রানে। হারল তাঁর দলও। কোহালি কিন্তু ফাইনালে নেতৃত্ব দিয়ে উত্তরাঞ্চলকে চ্যাম্পিয়ন করেছিলেন ১০ বছর আগে।

Advertisement

আরও পড়ুন: আরও একবার টি-টোয়েন্টি জয়ের দোরগোড়ায় এসে হারতে চাইনি, বলছেন মুশফিকুর​

আরও পড়ুন: ঋষভ কি ডিআরএস নিয়ে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত? রোহিত বললেন...​

এদিন রাঁচীতে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ভারত বি দলের অধিনায়ক পার্থিব পটেল। কেদার যাদব (৯৪ বলে ৮৬), যশস্বী জয়সোয়াল (৭৯ বলে ৫৪), বিজয় শঙ্কর (৩৩ বলে ৪৫), কৃষ্ণাপ্পা গৌতমের (১০ বলে ৩৫) সুবাদে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৮৩ তোলে ভারত বি। বাংলার পেসার ঈশান পোড়েল ৪৩ রানে নেন পাঁচ উইকেট। ২৮৪ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৭ রানের মধ্যে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল ভারত সি দলের। প্রিয়ম গর্গ (৭৭ বলে ৭৪) লড়লেও বাকিদের থেকে সাহায্য পেলেন না। ৯ উইকেটে ২৩২ রানে থামল ইনিংস। বাঁ-হাতি স্পিনার শাহবাজ নাদিম ৩২ রানের বিনিময়ে নিলেন চার উইকেট। ৫১ রানে জিতল ভারত বি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement