শোয়েব আখতারের নামে স্টেডিয়াম। —ফাইল চিত্র
রাওয়ালপিণ্ডির কেআরএল স্টেডিয়ামের নাম রাখা হল শোয়েব আখতারের নামে। টুইট করে ধন্যবাদ জানালেন পাকিস্তানের প্রাক্তন পেসার। ১৪ বছর ধরে পাকিস্তানের হয়ে খেলার জন্য সম্মান দেওয়া হল তাঁকে, এমনটাই জানিয়েছে রাওয়ালপিণ্ডি ক্রিকেট বোর্ড।
আখতার টুইট করে লেখেন, ‘আমি সম্মানিত এবং গর্বিত কেআরএল স্টেডিয়ামের নাম শোয়েব আখতার স্টেডিয়াম হওয়ায়। সাধারণত আমি শব্দ হারাই না, তবে আজ হারিয়েছি। যে ভালবাসা এবং সম্মান আমি পেয়েছি তার জন্য ধন্যবাদ জানানোর কোনও ভাষা নেই’।
পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট, ১৫টি টি২০ এবং ১৬৩টি একদিনের ম্যাচ খেলেছেন আখতার। তাঁর সংগ্রহ ৪৪৪টি আন্তর্জাতিক উইকেট। আখতার লেখেন, ‘পাকিস্তানের জন্য আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। চেষ্টা করেছি দেশের পতাকা তুলে রাখতে। আজও আমি বুকে তারা পরে থাকি। ধন্যবাদ পাকিস্তান’।