৯ এপ্রিল থেকে শুরু হবে এ বারের আইপিএল। ছবি: টুইটার থেকে
আইপিএল ২০২২-এ খেলবে ১০ দল। আরও ২ দল বাড়তে চলেছে কোটিপতি লিগে। কোন ২ দল খেলবে? তা জানতে অপেক্ষা করতে হবে মে মাস পর্যন্ত। ভারতীয় ক্রিকেট বোর্ড স্থির করেছে মে মাসে নিলাম হবে নতুন ২ দল বেছে নেওয়ার জন্য।
শনিবার বোর্ডের বৈঠকে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা। তাঁদের উপস্থিতিতেই সিদ্ধান্ত নেওয়া হয় যে মে মাসে হবে নিলাম। আইপিএল ২০২১-এর শেষ পর্ব চলবে সেই সময়। বোর্ডের এক শীর্ষ কর্তা সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “পরের বছর থেকেই ১০ দলের আইপিএল। নিলাম এবং আনুসাঙ্গিক সব কাজ মে মাসের মধ্যেই শেষ করা হবে।”
পরের আইপিএলের আগে নতুন ২ দল যাতে যথেষ্ট সময় পায়, সেই জন্যই মে মাসের মধ্যে সব কিছু স্থির করতে চাইছে বোর্ড। ১০ দলের আইপিএল আরও আকর্ষণীয় হবে বলেই মনে করছে বিসিসিআই। আরও বেশি সংখ্যক ক্রিকেটার নিজেদের মেলে ধরার সুযোগ পাবে।
৯ এপ্রিল থেকে শুরু হবে এ বারের আইপিএল। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স এবং বিরাট কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে প্রথম ম্যাচ। ফাইনাল হবে ৩০ মে।