isl 2021

১৪ গোল করে আইএসএলে শীর্ষে কৃষ্ণ, পাশে আঙ্গুলো

এফসি গোয়ার আঙ্গুলোর ১৪টি গোল এসেছে ২১ ম্যাচে। এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণ ১৪টি গোল করেছেন ২৩ ম্যাচে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২১ ১৬:২৩
Share:

গোলের পর রয় কৃষ্ণ। —ফাইল চিত্র

এ বারের আইএসএলে সর্বোচ্চ গোলদাতা হিসেবে শেষ করলেন রয় কৃষ্ণ এবং ইগর আঙ্গুলো। দুজনেরই ১৪টি করে গোল। তবে এফসি গোয়ার অ্যাঙ্গুলোর ১৪টি গোল এসেছে ২১ ম্যাচে। এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণ ১৪টি গোল করেছেন ২৩ ম্যাচে।

Advertisement

এ বার ১০ বা তার বেশি গোল করেছেন আর ৩ জন। এই তালিকায় রয়েছেন ওড়িশা এফসি-র দিয়েগো মরিসিয়ো। তাঁর গোল সংখ্যা ১২। মুম্বই সিটি এফসি-র অ্যাডাম লে ফন্দ্রের গোল ১১। এছাড়াও রয়েছেন হায়দরাবাদ এফসি-র আরিদানে সান্তানা। তাঁর গোল ১০।

গত বার আইএসএলে তিনজন সবথেকে বেশি ১৫টি গোল করেছিলেন। এঁদের মধ্যে কৃষ্ণও ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন চেন্নাইয়িন এফসি-র নেরিজাস ভালসকিস ও কেরালা ব্লাস্টার্সের বার্থোলোমিয়ো ওগবেচে। কৃষ্ণ ২১টি, ভালসকিস ২০টি এবং ওগবেচে ১৬টি ম্যাচ খেলেছিলেন।

Advertisement

প্রতিযোগিতার সেরা ২ গোলদাতা। গ্রাফিক: নিরুপম পাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement