মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।—ছবি এপি।
মারণ করোনাভাইরাসের সাম্প্রতিক সংক্রমণের পরে টোকিয়ো অলিম্পিক্স নিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজ়ো আবেই সিদ্ধান্ত নেবেন। সোমবার টুইট করে এ কথা জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ দিন মার্কিন প্রেসিডেন্ট টুইট করেন, ‘‘জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে পথ দেখাচ্ছেন আমাদের। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মিত্র। টোকিয়ো অলিম্পিক্স আয়োজনের জন্য জাপানে দুর্দান্ত আয়োজন করেছেন। অলিম্পিক্সের ব্যাপারে প্রকৃত ও ঠিক সিদ্ধান্ত নেবেন তিনি।’’
বিশ্ব জুড়ে করোনাভাইরাসের অতিমারির জেরে সম্প্রতি বেশ কয়েকটি দেশ অলিম্পিক্স পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে। একই আবেদন তুলেছেন বেশ কয়েক অ্যাথলিটও। তার পরিপ্রেক্ষিতে শিনজ়ো আবে বলেছিলেন, অলিম্পিক্স আয়োজনের ব্যাপারে অ্যাথলিটদের সুস্থতা ও নিরাপত্তাই গুরুত্ব পাবে। টোকিয়োতে অলিম্পিক্স শুরু হওয়ার কথা ২৪ জুলাই। এ দিনও আবে জাপানের সংবাদমাধ্যমকে বলেন, ‘‘অ্যাথলিটদের সুস্থ থাকার বিষয় পর্যালোচনা করেই সিদ্ধান্ত হবে টোকিয়ো অলিম্পিক্স পিছিয়ে দেওয়া হবে কি না।’’ টোকিয়ো অলিম্পিক্স আয়োজক কমিটির প্রেসিডেন্ট, ইয়োশিরো মোরিও বলেন, ‘‘অলিম্পিক্স পিছিয়ে দেওয়ার আমাদের একমাত্র ও প্রধান সিদ্ধান্ত নয়। সব দিক খতিয়ে দেখে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতেই হবে।’’